আমাদের কথা খুঁজে নিন

   

একদিন আমি ..............................

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... বাসা থেকে বের হব , উদ্দেশ্য অফিসে যাব, সকাল সারে নয়টার মধ্যে অফিসে ঢুকতে হয় আমি পোনে নয়টায় ঘর থেকে বের হলাম। সব কিছু ঠিক ঠাক মতো আছে কিনা আমি আর আম্মা মিলে রেচেকিং করা আরম্ব করলাম । (বাসা থেকে খাবার নিয়ে যেতে হয় খাবার আমার ব্যাগে ভরে দেয়ার দায়িত্ব আম্মার) । দু দুটো পেন ড্রাইভ , মানিব্যাগ , মোবাইল , রুমাল আর চোখের চশমা যায়গা মতো আছে নিশ্চিত হয়ে কাধের ব্যাগটা কাধে ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। একটা রিকশা নিলাম ।

রিকশা চলছে, রিকশাটা মহল্লার রোড থেকে মাত্র মেইন রোডে এলো, আমার একটা কল আসল আমিও অন্যমনস্ক ভাবে রিসিভ করে কথা বলা শুরু করলাম। এমন সময় হঠাত করে সামনে থেকে আসা একটি রিকশা আমার রিকশার এতো কাছ দিয়ে গেলো আর গেলো তো গেলো যাওয়ার সময় চাক্কা একটা সংগে নিয়ে গেলো ....অতএব বুঝতেই পারছেন ? আমি তখন ফোনে কথা বলছিলাম.... চাক্কা একটা খুলে গেলে আমি আর রিকশায় থাকতে পারি ? উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ আমি ধপাস করে ফ্লাইং সসার মতো ফ্লাইং করে সামনের দিকে পড়ে গেলাম । নিজেকে আবিস্কার করলাম ঠিক মেইন রোডে উপুর হয়ে পড়ে আছি । পড়ার পর কিছুক্ষন বুঝতে পারছিলাম না আসলে কি হয়েছে । চশমাটা কই গেছে জানিনা, মোবাইলটা হাতে ধরাই আছে, পকেটে হাত দিয়ে আমার জানের জান পেন ড্রাইভ চেক করলাম।

আছে গো........ ....আরেকটা জিনিস জুঝতে পারলাম আমার পেন্ট এর বিরাট বড় ক্ষতি সাধন হয়েছে , হাটু থেকে পা পর্যন্ত ছিরে ফুল পেন্ট হাফ পেন্ট হয়ে গেছে কোথাও কোথাও রক্ত পড়ছে । হঠাৎ আমার মনে হলো এখন আমার কি করা উচিৎ ? এরকম পরিস্তিতে অন্যরা কি করে ? বিদ্যুৎ গতিতে আমার মনে হলো এরকম পরিস্থিতিতে সবাই যে রিকশাওয়লাট এ কাজ করেছে তাকে ধরে দুম দাম মাইর শুরু করে , আমিও তাই করব .....। আমি সাথে সাথে উঠলাম আর দৌরে গিয়ে বেটাকে ধরলাম,..... বেটাকে মাইর তো দুরের কথা একটা গালিও দিতে পারলাম না । কোনো এক আজিব কারনে মাথাটা খুব ঠান্ডা হয়ে গেলো । শুধু বেটার দিকে একটু তাকিয়ে আরেকটা রিকশা নিয়ে বাসায় এসে নতুন জামা পড়ে আবার অফিসে চলে গেলাম পথে একটু ফার্স্ট এইড নিলাম একটা ডিসপেন্সারির দোকান থেকে ।

( কিচ্ছা শেষ) ( আর কতো বড় চান ? )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.