আমাদের কথা খুঁজে নিন

   

একদিন

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! একদিন আপনার সাথে খুব করে ঝগড়া করব। বস্তির ভাষায় মুখ ভরে গালিগালাজের তুবড়ি ছুটবে। মন ভরে। আপনি সভ্য মানুষ বলে হা করে চেয়ে থাকবেন। মনে মনে দোষ দেবেন অদৃষ্টকে।

কেন আপনার জন্ম বস্তির কোটরে হলনা ! ঐ একটা দিনই আপনার দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করবে! কংক্রিটের দেয়াল আপনার মাথার কাবা ঘরের মত কালো অংশটাকে আরো দারুন চকচকে করে তুলবে! আপনি ছিঁড়ে ছিঁড়ে চুল তুলে আনবেন। ভদ্র একজন বলে অসহায় চোখে তাকাবেন! ঐ একটা দিনই আপনার ভেতরে আফসোস বাসা গড়বে। ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়বেন! কানে হাত দেবেন! যেন পাশের বোমার আওয়াজে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হলে হোক! কানে আওয়াজ যাওয়া চলবেনা। এভাবে তো কান চেপেই আছেন বহুদিন! কত কি শোনেন না আপনি। অ:ট: একদিন বিস্ফোরিত হবে না পওয়ার পুঞ্জিভূত ক্ষোভ! এভাবে না শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাওয়া আমরা আর রেহাই পাবনা সেদিন।

তেষ্টার হাত সেদিন জলের ঘটির বদলে আমাদের গলা টিপে ধরে যদি... ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.