আমাদের কথা খুঁজে নিন

   

Scientists In Politics

মানুষের জন্যই জীবন তাই মানুষ কে ভালবাসেন আবার জাতীয় নির্বচন চলে আসছে খুব তাড়াতাড়ি। বিভিন্ন রাজনীতিবিদ আবন তাদের জীবন ব্রিতান্ত আমরা জানছি (সংবাদ পত্রে) । দেশের একজন সচেতন নাগরিক ও ভোটার হওয়ায় আমার বিশ্বাস আমার মন্তব্য দেওয়ার অধিকার আছে , এবং উপদেশ দেওয়ার সেই সকল রাজনীতিবিদ দের যারা এবার নির্বচনে অংশ নিতে যাচ্ছেন । কারন তারাই এবার দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন । কেউ হতে যাচ্ছেন সরকারি মন্ত্রি ।

খুব অল্প সঙ্খক মহিলা ও আছে এতে । এই সব অংশগ্রহণকারী এসেছে বিভিন্ন শিক্ষা বিষয় থেকে । এটাও আমার চোখে এসেছে যে খুব সামান্ন কিছু বিজ্ঞানী রাও এতে অংশ নিতে যাচ্ছে । উত্তর এবং দক্ষিণের সরকার বাবস্থায় অথবা আন্তর্জাতিক দেশগুলো এই সত্য কে মেনে নিয়েছে বিজ্ঞান ও প্রজুক্তি একটা দেশ গড়ায় অপরিহার্য যথা- যোগাযোগ , কৃষিক্ষেত্র , সাস্থ , আইন, শিল্পায়ন । দেশের সম্পদ স্বরূপ বিজ্ঞান আমাদের সেই আলকিত পথ দেখাতে পারে যে, কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ কে উন্নত করব দেশের কাজে আধুনিক বিজ্ঞান কে কিভাবে সঠিক উপায়ে দেশের কাজে লাগাবো ।

উধারন স্বরূপ চায়না যাকে হিসাব করা হয় ৩% , পৃথিবীর সকল উচ্চ-প্রজুক্তির যন্ত্র এবং সেবায়। এই দিচ থেকে ইন্ডিয়া ১% যেটা দ্বিতীয়। এই দিক থেকে আমাদের স্থান কোথায় ? আমাদের দেশের অরথ-সামাজিক কাঠাম উন্নয়নে আমরা বিজ্ঞান কে ব্যবহার করতে পারি । বৈজ্ঞানিক অর্জন মানুষের উপকারে ব্যবহার করা উচিত । একজন ভাল বিজ্ঞানী অবশ্যই আকজন ভাল চিন্তাকারী , জারা বিজ্ঞান ও সমাজের ভিতর একটা সম্পর্ক গরে তুলতে পারে।

আমাদের বিশ্বাস করা উচিত ২১ শতাব্দী বিজ্ঞান নির্ভর প্রজুক্তি দাঁরা পরিচালিত হবে। প্রজুক্তির উন্নয়ন ছাড়া আর্থিক উন্নতি সম্ভব না। প্রকিত দেশপ্রেমিক বিজ্ঞানী দের কে খুঁজে বেরকরে তাদের সাথে দেশের উন্নয়েনে কাজে লাগাতে হবে। বারাক ওবামা তার দেশেএর ৭৬ যন বিজ্ঞানী দ্বারা সমর্থিত হয়েছিলেন । আমাদের এই সকল রাজ নইতিক পরিবেশ থেকে শিক্ষা নেয়য়া উচিত... ( কৃতজ্ঞতা প্রকাশ করছি ) ১।

profprof Drপ্রফেসর ডক্টর লুতফর রাহমান L  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।