আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারন - পর্ব ১ - মুক্তিযোদ্ধারা দেখতে মানুষের মত ।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... সময় ১৯৭১ সাল। দেশের সর্বত্র মুক্তিযুদ্ধ চলছে । মুক্তিবাহিনী যখন বিভিন্ন এলাকা থেকে পাকিস্তানী সেনাবাহীনি কে পরাজিত করে এলাকা থেকে বিতাড়িত করল এরপর শুরু হয় ঐসব এলাকার রাজাকার বা পাকিস্তানীদের যারা সহযোগিতা করেছিল তাদের খোঁজার কাজ । তেমনি করে যখন লক্ষীপুরের রসুলগঞ্জ পাকিস্তানী মুক্ত হল, মুক্তিবাহীনি গেল তখনকার চেয়ারম্যান এর বাড়ি ঘেরাও করতে । পুরো এলাকায় উৎসবের আমেজ ।

স্বাধীন হয়েছে তারা। মুক্তিবাহিনী যখন চেয়ারম্যান বা তার পরিবারের কাউকে পেল না তখন তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিল। তখন আমার মামা ( চৌধুরী আরমান হোসেন ) এর বয়স তিন বছর। মায়ের সাথে পালিয়ে বেড়াচ্ছিলেন বাঁচার জন্য । যদিও তার তখণ জানা ছিল না কেন তারা গ্রামের বাড়িতে চলে এলেন ।

উনারা গ্রামে যে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিক ৫ বাড়ি পরেই ছিল চেয়ারম্যান এর বাড়ি। সবদিকে যখন মুক্তিযোদ্ধাদের কলরব , তখন উনি বায়না ধরলেন উনি মুক্তিযোদ্ধা দেখবেন । উনাকে কোন কিছুতেই থামানো যাচ্ছে না। কিন্তু উনার মা ( আমার নানু) কিভাবে উনাকে শান্ত করবেন। শেষে ঐ আত্মীয়র এক ছেলে উনাকে ৫ বাড়ি পরেই (চেয়ারম্যান এর বাড়ী) যেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করছিল তাদের দেখাতে নিয়ে গেলেন।

ফিরে এসে উনি আমার নানীকে বল্লেন "মুক্তিযোদ্ধারা তো দেখি মানুষের মত"। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.