আমাদের কথা খুঁজে নিন

   

লিডার কইয়ো গিয়া

নাজমুল ইসলাম মকবুল প্যারডী গান লিডার কইয়ো গিয়া নাজমুল ইসলাম মকবুল লিডার কইয়ো গিয়া, ইলেকশনের সময় আসিলে লাজ শরম ছাড়িয়ারে লিডার কইয়ো গিয়া। । লিডাররে, কইয়ো কইয়ো কইয়ো লিডার ভোটাররে বুঝাইয়া ভোটের আগে জনসেবারে, হায়রে পড়িবে উপচাইয়ারে, লিডার কইয়ো গিয়া। । লিডাররে, আগে বাড়ি সালাম দিয়ো মুচকি হাসি দিয়া হাত মিলাইয়া বুক মিলাইয়োরে, হায়রে গলাতে ধরিয়ারে, লিডার কইয়ো গিয়া।

। লিডাররে, পাশ করার পর দিয়ো তোমার চেহারা বদলাইয়া দালাল বাটপার পাশে লইয়ারে, হায়রে চলিয়ো ঘুরিয়ারে, লিডার কইয়ো গিয়া। । লিডাররে, জনগনের মনের দুঃখ দিয়োরে বাড়াইয়া লুটেপুটে নিজে খাইয়োরে, হায়রে দালাল চামচা লইয়ারে, লিডার কইয়ো গিয়া। ।

লিডাররে, কাউকে কান্দাইয়া দিয়ো, কাউকে হাসাইয়া দেখা করতে গেলে তুমিরে, হায়রে রাখিও বসাইয়ারে, লিডার কইয়ো গিয়া। । লিডাররে, মানুষ গেলে কোন কাজে দিয়োরে তাড়াইয়া দালাল চামচার সাথে দিয়োরে, হায়রে ওদেরকে ভিড়াইয়ারে, লিডার কইয়ো গিয়া। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.