আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুক নয়

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে আমার শিশু আকাশ দেখুক ওই ভেসে যায় মেঘের ভেলা চাঁদ মামাটা টিপ দিয়ে যাক তারার সাথে করুক খেলা আমার শিশু বৃষ্টি এলে ভিজুক তারা জল ও কাদায় দূরে থাকুক কেবল টিভির চ্যানেল জুড়ে গোলক ধাঁধাঁয় কম্পিউটার গেমে শিশুর একলা কেন সময় কাটে আমার শিশু সদলবলে খেলুক পাড়ায় কিংবা মাঠে আমার শিশু খেলতে গিয়ে ঝগড়া ক’রে হোক পেরেশান একটু পরেই সবার সাথে ছোটাক ওরা হাসির তুফান আমার শিশুর ইচ্ছে হলে আঁকুক ছবি পড়ার খাতায় মত্ত থাকুক গঙ্গা ফড়িং কচুরী ফুল,ব্যাঙের ছাতায় হরেক রকম খেলনা নিয়ে সকল শিশুর সময় কাটুক হোক সে গাড়ি কিংবা বিমান কিন্তু হাতে নয় বন্দুক কিন্তু হাতে নয় বন্দুক কিন্তু হাতে নয় বন্দুক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.