আমাদের কথা খুঁজে নিন

   

তুমিও কি গোপনে তাহাদেরই লোক !

আজ সেই তিয়ানানমেন স্কোয়ারের কথা খুব মনে পড়ছে। অন্তত এক হাজার আন্দোলনকারী ছাত্র তখন গণতন্ত্রের দাবীতে অনশন করছে। মে ১৯, ১৯৮৯ খুব ভোরে চীনা কম্যুনিস্ট পার্টি থেকে পদচ্যুত নেতা ঝাউ জিয়াং ধীরে এসে দাঁড়ালেন অনশনকারীদের সামনে---রাখলেন একটি ঐতিহাসিক ভাষণ। যা এখন আমারও মনে হয় রুমি-স্কোয়াডের সংগ্রামী ভাই বোনদের সামনে আমি নিজেও বলি----ভাষণটি দিয়েছলেন তিনি একটি ষাঁড়ের সিঙ্গায় মুখ লাগিয়ে--- আজ রুমি স্কোয়াডের আমরণ অনশনের ৭ম দিন---- এই রকম এক ঐতিহাসিক প্রেক্ষাপটে ৭ দিনের অনশনকারীদের উদ্দেশ্যে সেদিন ঝাউ জিয়াং যা বলেছিলেন--- "সমাবেত ছাত্র! আমাদের বড্ড দেরী হয়ে গেল, আমরা দুঃখিত। তোমরা আমাদের সমালোচনা করছ যা খুব দরকার।

আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে আসিনি। আমি বলতে এসেছি এটা তোমাদের আমরণ অনশন প্রতিজ্ঞার ৭ম দিন। দীর্ঘ ৭ দিনের ক্রমাগত অনশনে অত্যন্ত দূর্বল হয়ে পরেছো, এটা তোমরা আর চালিয়ে যেতে পার না। তোমরা এখনো বয়সে তরুণ, সামনে এখনো তোমাদের অনেক সম্ভাবনাময় দিন, তোমাদেরকে অবশ্যই সুস্থ ভাবে বাঁচতে হবে, অপেক্ষা করতে হবে আধুনিকায়িত একটি চীনের আবির্ভাব জন্য। তোমরা আমাদের মত নও।

আমরা এতোমধ্যে বুড়ো হয়ে গেছি, এসব এখন আর আমাদের জন্য নয়। " ---এটাই ছিল ঝাউ জিয়াং এর প্রকাশ্যে জনতার সামনে শেষ কথা বলা। " ("Students, we came too late. We are sorry. You talk about us, criticize us, it is all necessary. The reason that I came here is not to ask you to forgive us. All I want to say is that students are getting very weak, it is the 7th day since you went on hunger strike, you can't continue like this... You are still young, there are still many days yet to come, you must live healthy, and see the day when China accomplishes the four modernizations. You are not like us, we are already old, it doesn't matter to us any more." It was the last time he was ever seen in public.) দুঃখ হয়! আমাদের সরকারের কারো কাছেই এই অনশনকারীদের জন্য দুটো কথা বলার সুযোগ হয় না---তারা বলতে পারেন না--বাবারা, আমরা দেখছি দ্রুততম সময়ের মধ্যে তোমাদের দাবী নিয়ে কি করা যায়----কিম্বা আমরা এই দাবী মানছিনা, কিম্বা আমরাও ক্ষমতায় যাবার জন্য ধর্মটাকেই বর্ম হিসেবে নিচ্ছি---তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছিনা---হুহ! জামাত জতি 'ধর্ম' তবে জগতের বড় 'অধর্ম' কোনটা? আমাদের দেশে সেই নেতা কবে হবে? কেউ স্পষ্ট করে কথা বলে না---সব রাজনৈতিক মশলার পাইপ টানছে---আর ভুস করে নিকোটিন ছাড়ছে আমাদের চিন্তা জগতে----সেল্যুকাস! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।