আমাদের কথা খুঁজে নিন

   

Born Into Brothels: Calcutta's Red Light Kids (2004) : নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া শিশুদের জীবন যাত্রা নিয়ে ডকুমেন্টারী

কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি প্রত্যেকটা সমাজে কম আলোচিত বিষয় এটা। বিশেষ করে সুশীল সমাজে অত্যন্ত ঘৃণীত বিষয়ই বলা যেতে পারে। এইসব ব্যাপার নিয়ে অনেকে কথা বলতে সাহস পান না কিম্বা লোকচক্ষুর ভয়ে আলোচনা করেন না। কারণ এই বিষয় নিয়ে কথা তুললেই প্রশ্ন আসতে পারে; সমাজে এত কিছু থাকতে এইসব নিয়ে আগ্রহই বা কেন? তবে কিছু কিছু সাহসী মানুষ আছেন যারা সমাজের লোকচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সম্পূর্ণ নিজের উদ্যোগে এগিয়ে আসেন এদের জন্য সামান্য কিছু করতে। হ্যা কথা হচ্ছে ব্রোথেলস এবং সেখানকার মানুষের জীবনযাত্রা বিশেষ করে কোমলমতি শিশুদের জীবনযাত্রা নিয়ে।

কিভাবে কাটে তাদের দৈনন্দিন জীবন। কেমন করে তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধের জড়িয় পরতে বাধ্য হয় তাদের বংশীয় নিষিদ্ধ পাপের ব্যবসায়। কলকাতার সোনাগাছির এমনই এক নিষিদ্ধ পল্লীতে জন্ম নেয়া কিছু শিশুদের নিয়ে নির্মিত ডকুমেন্টারী Born Into Brothels: Calcutta's Red Light Kids। নির্মান করেছেন দুইজন ফিল্মমেকার Zana Briski এবং Ross Kauffman। তুলে ধরেছেন এইসব কোমলমতি শিশুদের দৈনন্দিন কস্টের কথা, তাদের ভাল লাগা মন্দ লাগা বিষয়গুলো।

চেস্টা করেছেন তাদেরকে স্বাভাবিক জীবনের পথে সামান্য সুযোগ করে দিতে। কিছু কিছু পরিবার থেকে বাধাও পেয়েছেন। কারন তাদের বা-মা চায় না তাদের আয়ের কমতি হোক। যাই হোক তবু তো চেস্টা করেছেন সুধী সমাজে মন্দ বলে পরিচিত মানুষদের জন্য ভাল কিছু করতে। imdb লিংক: http://www.imdb.com/title/tt0388789/ টরেন্ট ডাউনলোড লিংক: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।