আমাদের কথা খুঁজে নিন

   

Congratulations মাইক্যাল ক্লার্ক, আজও ইণ্ডিয়াকে গতকালের মত বলের পেছনেই দৌড়তে হবে..

জানিনা মাইক্যাল ক্লার্ক, আসি অধিনায়কের প্রথম ট্রিপল সেঞ্চুরী। একজন টেষ্ট খেলোযাড়ের জীবনের একটা চরম প্রাপ্তি আর যদি তা হয় বিশ্বকাপ জয়ী কোন দলের বিপক্ষে তাহলেতো কথাই নেই। অভিনন্দন মাইক্যাল ক্লার্ক। এই সিরিজটা বিশেষ করে এই বছরটা খুব ভাল ভাবেই শুরু করল অসিরা। পন্টিং গত ম্যাচের ২টা ইনিংসেই চমৎকার হাফ সেঞ্চুরীর পর এই ম্যাচে করল সেঞ্চুরী।

নিজের ধার ঠিকই বুঝিয়ে দিল যে এখনো দলের মধ্যে তার বিকল্প নেই। আর হাসি, কি বলব রান না পেলেও দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠে। গত ম্যাচে পন্টিংয়ের সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশীপ এবং এই ম্যাচে ইতিমধ্যেই ১৩৫, এজন্যই অষ্ট্রেলিয়ার কৃকেট এত উপভোগ্য। আজ ইণ্ডিয়াকে সারা দিনই বলে পেছনে ছুটতে হবে আশা করছি, গতকাল ৯০ ওভার বল করে একটা মাত্র উইকেট আর আজ ইতিমধ্যে ৪২ ওভার খেলা হয়ে গেছে কোন উইকেট পড়েনি। ইণ্ডিয়ার এমন ভরাডুবি খুব কমই দেখেছি।

যারা ভাল খেলে তারা সব জায়গাতেই ভাল করবে এটাই স্বাভাবিক। নিজ মাটিতে বাঘ আর বাইরে বিড়াল এই অপবাদটা এখন আর অপবাদ নয়। এই সিরিজে ইণ্ডিয়ার হোয়াইটওয়াশ প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।