আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইবুনালের সাক্ষীদের সাক্ষ্য মিথ্যা মিশিয়ে ছেপে ধরা খেলো নয়া দিগন্ত

ধরায়ে দেবানি... যুদ্ধাপরাধ ট্রাইবুনালে যেসব সাক্ষীরা আসছেন তাদের ভাষ্য বিভিন্ন পত্রিকা, বিশেষ করে নয়া দিগন্ত এবং আমার দেশ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। এছাড়াও ডক্টর কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান তার ব্যাক্তিগত ব্লগেও এইসব সাক্ষীর সাক্ষ্য ইংরেজীতে প্রকাশ করছেন নিয়মিত। আমার শুরু থেকেই এইসব রিপোর্ট দেখে সন্দেহ হয়েছিলো যে, সত্যকারের ভাষ্য পত্রিকায় আসছে না। কেননা যেদিন যে সাক্ষীর ক্রস হচ্ছে, সেটি দেখা যাচ্ছে ডেভিডের ব্লগে একরকম, বিম্পি পত্রিকা আমার দেশ পত্রিকায় এক রকম আর জামাতী পত্রিকা নয়া দিগন্ততে এক রকম। এই রকম ফের আবার খুব সুকৌশলে প্রকাশ করা হয়ে থাকে।

আজকে আমার এই আশংকা সত্য বলে প্রমাণিত হলো। বিডি নিউজ ২৪ একটি রিপোর্ট করেছে আজকে এই বিষয়ে। তারা লিখেছে যে- জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই ভুলের ব্যাখ্যা ছাপানোর জন্যও সংবাদপত্রটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ‘মাওলানা সাঈদীর দিকে তাকিয়ে সাক্ষী বললেন, ওনাকে তো চিনলাম না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে নয়া দিগন্ত, যেই সংবাদপত্রটির সঙ্গে জামায়াতের বিভিন্ন নেতার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়। ওই সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক মেহেদি হাসানকে তলব করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ওই প্রতিবেদনে বলা হয়, “আদালতে আলতাফ হাওলাদারের জবানবন্দি শেষ হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাক্ষীকে বলেন, আপনি যার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিনি উপস্থিত আছেন কি না দেখে বলেন। তখন সাক্ষী ডকে বসা সাঈদীর দিকে তাকিয়ে বলেন, ‘তাকে তো চিনতে পারলাম না। ’ তখন আইনজীবী বলেন, না চিনলে কাছে নিয়ে যাওয়া হবে।

” ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছে, প্রতিবেদনে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক বলেন, প্রতিবেদক হাসানের দোষ স্বীকার এবং ভুলের ব্যাখ্যাসহ পত্রিকার প্রথম পাতায় সংবাদ প্রকাশের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টিকে ভুল হিসেবে বিবেচনা করছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.