আমাদের কথা খুঁজে নিন

   

মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের দেয়া ২য় রায়ে স্বস্তি প্রকাশ করছি, চমৎকার বিচার এ আমরা আনন্দিত

সামওয়ান উইল উইন দ্য রেস কাদের মোল্লার বিরুদ্ধে ৬টি মামলার ১টি প্রমানিত হয়নি। এই পয়েন্টটা সবাই ভুলে যাচ্ছে বলে মনে হচ্ছে। যেখানে বিচারে অপরাধ প্রমানিতই হয়নি সেখানে যাবজ্জিবণ দন্ড একটু বেশি বলেই মনে হচ্ছে। এই রায় প্রত্যাহার করে জামাত-শিবির ২য় দফা মাত্র ১দিনের জন্য সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দেশব্যাপী। জামাত-শিবির কেন রায় সাধারণ মানুষেরও মনঃপুত হয়নি।

তাই জামাত-শিবিরের রায়ের বিষয়ে ভিন্ন অবস্থানকেও যৌক্তিক মনে হচ্ছে। '৭১এ গনহত্যা অনেক আগের ভুলে যাওয়া অধ্যায়, আমাদের এখন সামনে এগিয়ে চলার সময়। পুরোনো ঘৃণা ভুলে জামাত-শিবিরের সাথে হাতে হাত রেখে, কাঁধ মিলিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের উচিত সামনের দিকে তাকানো। বি.দ্র. => আজকের রায় শুনে মনে হলো জামাত-শিবির আরেক দফা নিজেদের শক্তিশালী মনে করার মত রসদ পেয়ে গেছে। কোটি-কোটি ডলার লবিং হয়ত জলে যাচ্ছেনা।

এটা দেশের অর্থনীতির জন্য ভালো। => ভোটের রাজনীতিতে কেউ কারো আপন নয় এবং খেলা দেখার এখনো অনেক কিছু বাকি আছে। হতে পারে এটা এক ধরণের কন্সপিরেসি থিউরি। তবু আবারো প্রমানিত হলো- ক্রিকেট একটি অনিশ্চিত খেলা। => কিছু কিছু রায়ের বিষয়ে এখনি ভবিষ্যতবানী করা যেতে পারে।

আমার নিজের মতামত সা কা চৌ জেলে বসে বসে মুচকি হাসছে। বিশেষ নিবেদন ব্লগে আমার খুব নিকটাত্মীয় প্রজাতির দু' এক জন শ্যালক গোছের ব্লগার আছেন। তারা আমাকে খুব সহজেই "তুমি" করে সম্বোধন করেন। এই বিষয়টায় আমি খুব আনন্দিত হই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.