আমাদের কথা খুঁজে নিন

   

বাকি রাজাকারদের সম্ভাব্য রায়!! ট্রাইবুনালের গুষ্টি কিলাই!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। যাবজ্জীবন? আহা! কি মধু মধু! কার ইশারায় শত শত মানুষ হত্যার রায় যাবজ্জীবন হয়? জানতে চাই!!! আওয়ামীলীগ এর ব্লগার কই গেছে সব? উত্তর নাই কেন???????? লজ্জা হইতেছে আমার, এই দেশ আমাদের সাথে ছলনা করতে নিলে প্রতিটি ছলনার হিসাব কড়ায়গণ্ডায় বুঝায় দেওয়া হবে!! বাকিদের সম্ভব্য রায়ঃ গোলাম আজমের সম্ভাব্য রায় : একাত্তরে দুষ্টুমি করার জন্য আদালত হালকা বকে দেবেন। নিজামীর সম্ভাব্য রায় : মুক্তিযুদ্ধের সময় বেশি নখরামি করার জন্য ৬ মাসের জেল।

মুজাহিদের সম্ভাব্য রায় : ছয় মাসের জেল ও মৃদু বেত্রাঘাত। সাঈদীর সম্ভাব্য রায় : একগুচ্ছ রজনীগন্ধা ও এক গন্ডা লাল গোলাপ। সাথে এক লিটার মেশিন অয়েল। সাকা চৌধুরীর সম্ভাব্য রায় : আদালতে বেয়াদবি করার জন্য ও মুক্তিযুদ্ধে রাজাকারি করার জন্য ১ বছরের সশ্রম কারাদন্ড। বিচারপ্রার্থীদের সম্ভাব্য রায় : একাত্তরে তোদের স্বজন মরে পঁচে গেছে।

তোরা বেঁচে আছিস কেন? ফাজিল বদমাশের দল দুইটাকার বিষ কিনে আত্মহত্যা কর। যত্তসব নির্লজ্জ বেহায়া বরাহ কীটপতঙ্গ!! সম্ভাব্য রায় অংশটি ফেসবুকের সবাক পাখি ভাইয়ের স্ট্যাটাস। আমার লেখা নয়। বিচারের নামে প্রহসন মানিনা!! মানবনা!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।