আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্তের ওপারে বাংলাদেশির লাশ

সিলেটের গোয়াইনঘাটের সংগ্রাম সীমান্তের ভারতীয় অংশে এক বাংলাদেশি চা শ্রমিকের লাশ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুরে ভারতের ডাউকির একটি জঙ্গলে চা শ্রমিক গামাই কুমারের (৩৫) লাশ পাওয়া যায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়। গামাই কুমার গোয়াইনঘাটের জাফলং চা বাগানের রাধানগর এলাকার প্রয়াত দুলাল কুমারের ছেলে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, বিএসএফ গামাইয়ের লাশ পেয়ে বিষয়টি বিজিবিকে জানায়। পরে সংগ্রাম সীমান্ত এলাকায় পতাকা বৈঠক হয়। তিনি জানান, “লাশ ময়নাতদন্তের জন্য ডাউকি জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লাশ হস্তান্তর করবে বিএসএফ।” কিভাবে গামাইয়ের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্টের আগে নিশ্চিত হওয়া যাবে না। বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.