আমাদের কথা খুঁজে নিন

   

হাওর ও সীমান্তের ছবি

মহলদার
এই বালকটি সারাদিন হাওরে গরু চরায়। প্রায় ৫০টির মত। বিকালে সবার গরু যার যার বাড়ি পৌঁছে দেয়। শিক্ষার আলো থেকে ও বঞ্চিত। হাওর অঞ্চলে ওর মত হাজারও শিশু আছে যারা মাছ ধরে, গরু চরায়।

ওর কাছে জীবনটার মানে হয়ত এই ই যেটা এভাবেই পার করে আসছে ওর কয়েক পুরুষ। হাওরে চারনরত গরুর পাল। হাওরের মানুষের জীবনের রুটিন ওয়ার্ক। কয়েকজনের শুরু, আরেক জন শেষের প্রান্তে। নির্জন হাওর।

আমরার একটা ফডু তুলতাইন? দূরের পাহাড়টা ভারতের অংশে। পাহাড় থেকে আসা ছোট নদীতে বাংলাদেশের লোকজন গোসল করে। ওর খুব ইচ্ছা আমি ওর ডিগবাজির একটা ছবি তুলি। পাহাড়টি ভারতের, লেকটি বাংলাদেশের। টেকেরঘাটে চুনাপাথর তোলার ফলে এই লেকটি সৃষ্টি হয়েছে।

একটি যন্ত্র দানবের শেষ জীবন। টেকের ঘাটের চুনা পাথর প্রকল্পের কোটি টাকার এরকম অনেক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।