আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ সাংবাদিকতা প্রসঙ্গঃ বুয়েট

বুয়েট এর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আজগুবি কিছু খবর সম্প্রতি বুয়েট এ ঘটে যাওয়া কিছু খবর নিয়ে মিডিয়ার দায়িত্বহীনতা লক্ষণীয় । আজ যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাতে বলা হয় বুয়েটে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীরা আসলে বুয়েট এ দুজন ছাত্র (যারা ছাত্রলীগ এর কর্মী) এর ব্যক্তিগত সমস্যার জের ধরে সৃষ্ট মারামারিতে একজন শিক্ষার্থী আহত হন, যাকে স্কয়ার হাসপাতাল এ ভর্তি করা হয়, এখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে,তা আন্দোলনরত শিক্ষার্থীদের , যারা ওই ঘটনার প্রতিবাদে বুয়েট রেজিস্টার ভবন এর সামনে অবস্থান ধর্মঘট পালন করছিলেন, রাতভর কর্মসূচি পালনকালে কতক শিক্ষার্থী তন্দ্রাচ্ছন্নময় দৃশ্য " বুয়েটে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীরা" এর নামে চালিয়ে দেয়াটা মোটেই উচিত হয় নাই, এ ব্যাপারে ফারুক ওয়াসিফ ভাই এর আরো দায়িত্বশীলতা কাম্য ছিল। ঘটনার দিন রাতে এক স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচার করা হয় , যে ছাত্রলীগ এর দু'গ্রুপ এর মাঝে সঙ্ঘর্ষ ,আহত : ১ কিন্তু আহত শিক্ষার্থী কোনকালেই রাজনীতির সাথে যুক্ত ছিল না। আজকের সংবাদটি পড়ে যা মনে হল, লেখক অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর সাথে বুয়েট এর ঘটনাকে এক করে দেখাতে চেয়েছেন, কিন্তু বাস্তবিকতা হল, বুয়েট এর ঘটনা ছিল একান্তই দুইজন ছাত্রের ব্যাক্তিগত সমস্যা যারা নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয়টাকে ব্যাবহার করে প্রভাব বিস্তার করতে গিয়ে বুঝতে পারে যে,বুয়েট এর ছাত্ররাজনীতি কখনই,এ সকল অন্যায় ঘটনা সমর্থন করে না, দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন কোনভাবেই কাম্য নয়। লেখায় ব্যবহৃত আসল ছবিখানা দেয়া হল, সংবাদটি জনমনে বুয়েট সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করেছে, ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা নিয়ে অভিবাবক মহলে সৃষ্ট দুশ্চিন্তা শীঘ্রই কাটবে বলে আশা করা যায় ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।