আমাদের কথা খুঁজে নিন

   

নিউক্লিয়ার পাওয়ার দিয়া কাপড় শুকাইলাম

যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনি সে , পথ কুক্কুরের মত সংকোচ সত্রাসে যাবি মিশে। ক্লাস টেনের প্রথম সাময়িকের ফিজিক্স পরীক্ষা। ফাইনাল ঘন্টা পড়ার মাত্র ১০ মিনিট বাকি। খিচ্চা লিখতেসি। পাঁচটা বর প্রশ্ন আন্সার করতে হবে।

চারটা করসি। আর কোনটা পারি নাহ। শেষমেষ "আল ইজ অয়েল" কইয়া একটা প্রশ্ন আন্সার করা শুরু করছি। "পারমানবিক শক্তির উৎস ও ব্যাবহার। " প্রথম অংশ ফাটায়া লিখলাম।

সেকেন্ড অংশ--- ১#অপরিসীম শক্তি উৎপাদন। ২#বিপুল পরিমান বিদ্যুত শক্তি উৎপাদন। ৩#কম জ্বালানী লাগে। ৪#বিস্ফরনের সম্ভাবনা । (এইটা পৃষ্ঠা ভরানোর জন্য লিখসিলাম।

স্যার দেখে নাই) ৫#উত্তাপ বৃদ্ধি জা কাপড় শোকাতে সাহায্য করে। ( এইটা লিক্ষা আমি এন্ড আমার লেখা কপি করতে থাকা দোস্ত হাস্তে হাস্তে কাইত হইইয়া গেসিলাম। ) ৬# আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য। (আম্রিকা-সোভিয়েত নিয়া যা মাথায় আসিলো লিখা দিসিলাম। ) পরিশেষে, স্রষ্টা দেওয়া এই অপরুপ দুনিয়াকে আর এর শ্রেষ্ঠ জীব মানুষকে (স্যার হুযুর টাইপের ছিল।

তাই এক্তু পাম-পট্টি মারছি) অপরিসীম কল্যান করেছে সৃষ্টির সেরা আবিষ্কার নিউক্লিয়ার শক্তি। ছয়ে চাইর পাইছিলাম । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.