আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্হিতিতে নেতা নেত্রীর গানে গানে ডায়ালগের আপডেটেড ভার্সন

অমানুষ গুলো দেখতে হুবাহু মানুষের মতো.. দেশের বর্তমান রাজনৈতিক পরিস্হিতিতে বিভিন্ন নেতা নেত্রীর গানে গানে ডায়ালগের আপডেটেড ভার্সনঃ ►শেখ হাসিনা বলছে এরশাদকেঃ আগে যদি জানতাম বন্ধু , তুমি হইবা পর । দলে না ভিড়াইয়া ,মারিতাম গালে কইষ্যা চড় । ►এরশাদঃ নৌকা আর ধানের শিষ, দুই নাগিনীর একই বিষ । রাষ্ট্রপতির পদ না দিলে , তোগো লগে ডিসমিস । •••• ►খালেদা জিয়াঃ তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, এক জীবনে এমন বাড়ি পাব কোথায় ।

►জিল্লুর রহমানঃ ওগো খালেদা , কোথা হতে আনলেগো তোমার চোথে বন্যা । •••• ►সাহারা খাতুনঃ স্যান্ডেলিনাআআ স্নিগ্ধ এ ছোঁয়ায়, শুধু ভালোবাসায় , চিরদিনের সাথী তুমি আমাররর । ►আবুল মাল মুহিতঃ পড়েনা চোখের পলক , কি তোমার রূপের ঝলক । আমি জ্ঞান হারাবো , অজ্ঞানী হব...... •••• ►মাওলানা নিজামীঃ আমার গায়েএএ যত দুঃখ সয় , পুলিশ ভাইরা পিডাও তোমার হাতে যাহা লয়..... ►মতিয়া চৌধুরীঃ হে নানা ,ফাসাইছি তুমারে আমরাকত কষ্ট কইরা ,তা জানো কি তা জানো না , যত চেষ্টাই করো আর ভোটে খাড়াইতে পারবা না ,ও নানাগোওওও..... •••• [ধরি,] এই পোষ্টের সকল চরিত্রই কাল্পনিক । যদি কারো সাথে খাপ খায় তাইলে হেইডা নিতান্তই কাউয়াতালীয় কান্ড ।

যার জন্য লেখক দায়ী নয় সংগৃহীত By ফেসবই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.