আমাদের কথা খুঁজে নিন

   

যে তর্ক অযথা অকারণে

রাজাকার-যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

মাত্র ১ ঘন্টা এগিয়ে থাকছি ১৬ জুন হতে সময়ের আগে নাকি চলতে হয়, টিকে থাকতে হলে। প্রতিযোগিতা করতে হবে না এজন্য। এমনিতেই আপনি এগিয়ে থাকবেন ১ ঘন্টা ১৬ জুন থেকে। বিদুৎ বাঁচানোর আধুনিক প্রচেষ্টা। কেউ পক্ষে, কেউ বিপক্ষে।

যদিও পক্ষে ও বিপক্ষের কারোরই কোন লাভ কিংবা ক্ষতি তেমনটা হবে না এতে। বিনা প্রচেষ্টায় এগিয়ে থাকার অপূর্ব এক সুযোগ। যিনি পক্ষে, তিনি বলছেন, আরে এটা নতুন কিছু নয়। পাকিস্তান ও শ্রীলংকায় এটা করা হয়। অন্যান্য দেশেও করা হয়েছে।

এতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদুৎ সাশ্রয় হবে। যিনি বিপক্ষে, তিনি বলছেন, এটা করার দরকার কি ছিল? সবাইকে একঘন্টা আগে অফিস-আদালত, কল-কারখানা, দোকান-পাট বন্ধ করতে বললেই হতো। সময় এগিয়ে নেয়ার কোন দরকার ছিল না। পক্ষে: এটা কেউ শুনবে না। সময় এগিয়ে নিলে অভ্যাসগত কারণে সবাই এটা মেনে চলবে।

তাই এটা করা হয়েছে। বিপক্ষে: মানুষের অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করা ভাল নয়। এটা একপ্রকার জোর করে মানুষকে বাধ্য করা। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি, প্রা--য়----এক---ঘন্টা। লাভ: সেলিমের দোকানের ১০ কাপ চা বিক্রি।

মন্তব্য: যারা যে দায়িত্বে থাকেন, তাদের সেটা পালন করতে হয়। অন্যদের সেটা পালন করার সুযোগ দিতে হয়। আমাদের উচিৎ ফলাফলটা দেখা, অর্থাৎ এতে আমাদের ক্ষতি কিংবা লাভ হচ্ছে কিনা? সবচেয়ে উচিৎ, নিজের কাজটা ভালভাবে করা। বি.দ্র: ইত্যাদি ইত্যাদি, প্রভৃতি। শেষ করছি এখানে।

টিভিতে দেখছি, বস, নাঈমুল ইসলাম খানও বিশিস্ট মন্তব্য প্রদান করছেন। টিভি চ্যানেল আরো বেশি হলে ভাল হয়। ঘরে ঘরে। তাহলে আমরাও সেলিমের দোকানে তর্ক বিতর্ক না করে টিভিতে তা মানুষকে দেখাতে পারতাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।