আমাদের কথা খুঁজে নিন

   

তর্ক - বিতর্ক

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

এ ব্লগে দেখলাম সিরিজের হেভি দাম। নামি দামি সব ব্লগারেরই হিট সিরিজ আছে। অমিদার সুপারহিট হাবিজাবি সিরিজ, শোমচৌ'র লাবন্যময়ি লুৎসিয়ানা, কৌশিকদার আগুনের পরশমনি... তো এসব দেখে আমারো খায়েস হল সিরিজ লেখার... গুরুজনদের পদাঙ্ক অনুসরণ করা আর কি। কিন্তু সমস্যা একটাই। অমিদার মত বর্ণাঢ্য অতীত বা শোমচৌ'র মত লেখার হাত কোনটিই নেই আমার।

কৌশিকদার মত সার্টিফাইড (বাই শুভ) সেলসমেন হলেও হয়ত কিছু করা যেত, কিন্তু তাও নয়। কি করা যায় ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হল প্রিয় পত্রিকা যাযাদির কথা। 'পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক'। আইডিয়াটা মনে ধরেছে ... সবার অংশগ্রহনই হবে এই সিরিজের বিশেষত্ব। ।

সিরিজটার নাম হবে 'তর্ক - বিতর্ক' ব্যাপারটা এ রকম - প্রতি সাপ্তাহে তর্ক-বিতর্ক'র জন্যে একটি বিষয় ধার্য করা হবে। পক্ষে-বিপক্ষে সবাই নিজ নিজ মতামত জানাবে, আর সপ্তাহান্তে পুরো আলোচনার সারসংক্ষেপ নিয়ে একটি পোস্ট করা হবে। আপাতত: কয়েকটি টপিক চিন্তা করে রেখেছি, কিন্তু যেহেতু পাঠকই এখানে লেখক, টপিকও সাজেস্ট করাও সবার জন্য উন্মুক্ত। তবে বিতর্কযেন রেষারেষির পর্যায়ে না পরে, সেদিকে খেয়াল রাখা চাই। তর্ক বিতর্কের নিয়ম শুধু একটিই - কোন ব্যাক্তিগত আক্রমন করা যাবেনা।

(পারতপক্ষে মন্তব্য সেনসর না করার চেষ্টা করা হবে। । ) এ ব্যাপারে আপনাদের সাজেশন দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।