আমাদের কথা খুঁজে নিন

   

অমীমাংসিত তর্ক

১৯৭১ এর সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই

স্বাধীনতা পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলোর একটা, যদিও আমাদের ব্যবহারে তা মনে হ্ওয়ার কোন কারণ নাই। আজন্ম স্বাধীন বলে এর মর্ম আমরা বুঝি না। - কথাগুলো দাদাভাইয়ার। ছেলেকে হারিয়ে একথা বলতে পারেন তিনি। যদি তাই হবে, বলোতো কোন জমির উপরে তোমার অধিকার বেশি ?? তোমার কেনাটা, নাকি উত্তরাধিকার সূ্ত্রে পাওয়া বাপ-দাদারটা ?? -স্রেফ তর্ক করার জন্যই আমি বলতাম, যুক্তির প্যাঁচেই হোক আর ভালোবাসার জন্যই হোক, দাদাভাইয়া হার মেনে শুধুই হাসতেন। এ বিতর্কের কোনো সমাধান আমি আজও করতে পারিনি। বিজয় দিবস আসলে আরও বেশি করে মনে হয়। আদৌ কতটুক বুঝি আমরা স্বাধীনতার? কতটুক সম্মান করি তাকে? আর তার জন্য হারানো মানুষগুলোকে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।