আমাদের কথা খুঁজে নিন

   

বেরিয়ে আসতে চাই ! ২০১১ থেকে।

মিথ্যা সবার কাছেই ঘৃনার হোক মহান বিজয় দিবসের পরদিনই ৩০ বছর শেষ ৩১ ছুঁই ছুঁই বয়সে সংসার জীবনে পা রাখলাম। তারপরই তো আসল আমাদের রংগিন স্বপ্ন পূরনের ২০১১ সাল। স্বপ্ন বুনতেই ব্যস্ত ছিলাম। কখন যে রমজানের ঈদ মানে ঈদ-উল-ফিতর নিকটে চলে আসল টেরই ফেলাম না। বিয়ের পর প্রথম ঈদ।

জানি না কেমন কাটবে ? সবই যেন নতুন। যেন আমাদের দু'জনের জন্যই। জীবনের নতুন অভিজ্ঞতার স্বাধ নিলাম অনেকটা স্বপ্নের মত করেই। ঈদের ছুটি তো শেষ। আবার নতুন স্বপ্ন দেখতে দেখতেই কর্মস্থলে যোগ দিলাম।

আমি কিংবা আমাদের অনেকই কখনোই ভাবতেই পারিনি, এখানেই আমাদের জন্য অপেক্ষা করছে জীবনের শ্রেষ্ঠতম আজগবি চমক। মহামান্য কিনা জানি না, হাই কোর্টের এক রায় কে কোড করে "আপনাদের চাকুরী অবসান করা হলো। " মর্মে এক নোটিশের মাধ্যমে জানানো হল আমার এবং আমার সহকর্মীদের চাকুরী নাই। কিংন্তু আমি কিংবা আমরা তো কোন নোটিশের মাধ্যমে চাকুরীতে যোগ দেই নি। আমার প্রতিষ্ঠানের বযসের সবচেয়ে পরিষ্কার নিয়োগ পক্রিয়ার মাধ্যমে এবং সরকারী চাকুরীর সকল ধরনের পরমালিটি মেনেই এবং শর্ত পূরণ করেই দীর্ঘ ৮ বছর চাকুরী করার পর যখন চাকুরী নাই লেখা দেখলাম তখন এটাকেই জীবনের সেরা চমক মেনে নিলাম।

তখন এপ্রিল মাসও ছিল না। তাই ভাবলাম এটা কোন এপ্রিল পুল জাতীয় ঘটনা নয়। যতই দিন যেতে থাকে ততই কষ্টের সাথে পাল্লা দিয়ে বুকের ক্ষতটাও যেন বাড়তে থাকে। বয়সটা এই তো এই মে তেই ৩০ পেরিয়ে গেছে। তাই সরকারী কিংবা ব্যাংকের চাকুরীর আশা বাদ দিয়ে বিভিন্ন প্রাইভেট ফার্মে চেষ্টা করতে থাকলাম।

কিন্তু সবাই যেন গরুর রচনার মত মুখস্ত করা বানী শুনাল। "আপনি তো এখানে থাকবেন না। আপনাদের চাকুরী হয়ে যাবে। " অবশ্য কথাটা আগে আমাকে হতাশায় ফেলতে পারে নি। ভাবতাম ফিরে আসলে আর বাইরের চাকরী কি দরকার।

এভাবেই যেতে থাকে আমার সংসার জীবন। আপনারা যারা সংসারী তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কেমন যাচ্ছে আমার সংসার জীবন। কিন্তু আমি এখন নিজেকে একটু হলেও ভাগ্যবান মনে করছি। অন্তত তিতাস সহ আমার দেশের স্রোত থামিয়ে দেয়া নদীর গুলো থেকে। কিংবা আমার দেশের সিমান্তের কৃষকদের থেকে, যারা জানে না কখন বিএসএফ র গুলি তাদের প্রাণবায়ু নিয়ে যাবে।

অকারনেই। কিংবা কোন দেশপ্রেমিক প্রতিবাদকারী পেশাজীবী, কখন গুপ্ত হত্যার স্বীকার বা জঙ্গী হিসেবে গ্রেফতার হয়ে যাবে। না আর এসব মনে করতে চাই না। মনে করতে চাই আমি যে সূখে আছি, এটাই। হয়ত এটাই বেশ্যার মত নির্লজ্জ জীবিকা নিয়ে দু'মুঠো খেয়ে বাঁচার মত সূখ।

কিন্তু সেটাই বা একজন যৌনকর্মীর কাছে কাংখিত। না ! আমার কাছেও এ সূখটা কাংখিত না। আর এর ধারাবাহিকতা চাই না। ভুলে যেতে চাই ২০১১ কে। বেরিয়ে আসতে চাই ২০১১ থেকে।

বেরিয়ে আসতে চাই ২০১১ সকল প্রভাব থেকে। একটা নতুন বছর চাই। সম্পূর্ন নতুন একটা বছর। সম্পূর্ন ২০১১ এর প্রভাবমুক্ত। যেন ২০১২ সালটা হয় কোন একজন যৌনকর্মীর কাছে কাংখিত সূখের সংজ্ঞায় সংজ্ঞায়িত বছর।

সুস্থ ও সৎভাবে বেঁচে থাকতে পারি এমন একটা বছর চাই। সেই কামনায় সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ..................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.