আমাদের কথা খুঁজে নিন

   

জেগে ওঠো মানুষ, একটি তিতাসের জন্য (জিয়া চৌধুরীর কবিতা)

এখনো গেলনা আঁধার............... আমাদের ভিতর বারবার জেগে উঠতে চাওয়া দাবানলটা মরে গেছে অনেক আগেই। বিপ্লবে মুক্তির পথ ভুলে ডাষ্টবিনে খাবার খুজে বেড়াই ক্ষুধা জর্জরিত হাত মুটিবদ্ধ হয়ে দৃড়ভাবে উপরে তুলে ধরার শক্তি নেই। নতজানু পররাষ্ট্রনীতি আমাদের মেরুদন্ডকে গুড়িয়ে দিয়েছে বুলডোজারের মত। একটা স্বাধীন দেশের গল্প কপচিয়ে বেড়াবো আর কতদিন। এখনও কি আমাদের জেগে উঠার সময় হয়নি? কখন আমরা স্বাধীনতার জন্য সবাই এক হব? আমাদের দাবিয়ে রেখে গলার উপর পা দিয়ে শ্বাস বন্ধ করার পরে কি? আমরা কি কখনও বাঘের মত বাচঁতে শিখবনা। আরেকটা বিপ্লবের সময় কি এখনও হয়নি। হয়েছে অবশ্যই আমরা এখনই আরেকটা বিপ্লব চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে শাষকের দূর্নীতি ও লুণ্টনের বিরুদ্ধে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাড়ানোর জন্য আবার একটি বিপ্লব চাই। জেগে ওঠো মানুষ, একটি তিতাসের জন্য একজন ফেলানীর জন্য একজন লিমনের জন্য পতিতা হতে বাধ্য হওয়া একটি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবার বিপ্লব চাই। জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.