আমাদের কথা খুঁজে নিন

   

জেগে জেগে আর কত ঘুমাবো আমরা ?

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় ।

১৪ ডিসেম্বর ১৯৭১ এ দেশ প্রেমিক...জাতির অস্তিত্তের মুল...মহান বুদ্দিজিবিদের হত্যা করে পাকিস্তান বাংলাদেশ কে মানসিক ভাবে পঙ্গু করে দিয়েছে । বাংলাদেশ কে ব্যর্থ রাস্টের তালিকায় তুলে আনার জন্নে আমাদের সাধিনতা পরবরতী বুদ্ধি জিবিরাও বেস দায়ি । শিক্ষা কে দেশ প্রেমের রুপ না দিয়ে পুজিবাদি ব্যাক্তি সারথোবাদের ব্যাবসায়ি রুপ দেয়া বাংলাদেশের শিক্ষা কাঠামোর এক কুতসিত দিক । যার জন্নে আমরা জনগন দেশ কে বাদ দিয়ে নিজের সারথের পেছনে অন্ধের মত ছুটে নিজের ...নিজের ভবিস্যত প্রজন্মের তথা নিজের দেশের ভয়াবহ পরিনতি ডেকে এনেছি।

আমাদের এমন হিন মানসিকতা রাজনৈতিক সুন্নোতার জন্ম দেয় । আমরা নেতা দের দোস দেই অথচ একটা দেশ প্রেমিক নেতা তৈরির ভিত হচ্ছে সিক্ষা প্রতিসঠান । শিক্ষক রা নেতা তৈরি করবে কি নিজেরাই ছাত্র দের চামচামি করে । আমরা জনগন কয়জনি বা এমন সিক্ষা ব্যবস্তার প্রতিবাদ করেছি । ছেলে পুলে দের স্কুলে পাঠিয়ে নাকে তেল দিয়ে সবাই ঘুমাই ।

এই হচ্ছে আমাদের সচেতনতা । এই হচ্ছে আমাদের মুল্লোবোধ । যেই দেশের জনগনেরি নিজের দেশের প্রতি নিজের পরিবারের মত মমত্ত বোধ নেই সেই দেশ থেকে আর যাই হোক উন্নয়ন আসা করা যায় না । জনগনে জনগনের বিভেদ ...জনগনের রাজনৈতিক অসেচতনার সুযোগ নেয় ...পুজিবাদি ব্যাক্তি সারথোবাদের ব্যাবসায়িরা ...আমলারা ...সেনা সাসোকরা ...জনগনের নেতাদের তখন নিয়ন্ত্রন করে এরা । ফলা ফল... সম্পদের অনিয়ন্ত্রিত সেচ্ছা চারি ব্যাবহারে দেশের অরথোনিতি জনগন মুখি না হয়ে একজন ব্যক্তি মুখি হয়ে পরে ।

এবং ধনি গরিবের ব্যাবধান বারতে বারতে চরম দারিদ্রের বিস্তার ঘটতে থাকে । তাই আমরা জনগন যে যেখানেই থাকি আমাদের সিক্ষা ব্যাবস্তার উপর নজর দারি আমরা করবো , দেশ প্রেমিক হবো , পুরো দেশটাকে নিজের পরিবার মনে করবো এবং রাজনৈতিক ভাবে পুরো পুরী সচেতন হবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.