আমাদের কথা খুঁজে নিন

   

একটি খুবই জরূরী আকূল আবেদন....

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন.... অনেক দিন ধরে ভাবতেছিলাম লিখব...কিন্তু সময় করে উঠতে পারি না..তবে অবস্তা এমন জায়গায় গিয়ে দাড়িয়েছে.. এখন লিখাটাই একটা জরুরী কাজ ভেবে লিখাটা দায়িত্ব মনে হচ্ছে..তাই কি আর করা লিখতে বসলাম... লিখার আগে সবার কাছে বলে নিই, এ দেশে এখন গনতন্ত্র চলতেছে..লিখার অধিকার আছে আর বলার ও তেমন। বাকস্বাধীনতা এখনও আছে বলে জানি..তবে মাহমুদুর রহমান সাংবাদিকের কথা ও মনে আছে...বলে নেই..সব কথা একান্ত নিজের ভোটাধীকার প্রয়োগের মত..এর বেশী কিছু নয়। দেশের যা হাল হয়েছে...১০টাকার জিনিস এখন ৩০ টাকায় কিনতে হয়, ৩ বছর আগে আমরা..বিশেষ করে আমি ২বছর মেয়াদি তত্বাবধায়ক সরকারকে অনেক গালি দিছিলাম..অথছ এখন তার চেয়ে ও ভয়াবহ। তখন কথা হচ্ছিল অনির্বাচিত সরকার বলে যা খুশি করে..কোন জবাবদিহিতা নাই..অথচ বর্তমান নির্বাচিত সরকার তার চেয়ে ও খারাপ। কোন কিছুর পরোয়া করে না, যা ইচ্ছা তাই করতেছে..জনগনের দিকে তাকানোর দরকারই নেই।

যখনই ইচ্ছে তেলের দাম, সিএনজির দাম, বিদ্যুতের দাম ইত্যাদি বাড়িয়ে চলতেছে তো চলতেছেই..কে কি বলল তার দরকার নেই, জনগন রসাতলে গেল কি গেল না, কোন দরকার নেই, যেন পাগলা গোড়ার ছুটে চলার মত। অর্থনিতীর ১২টা বাজি্যেছে অনেক আগেই, শেয়ার মার্কেট বলে কিছু আছে বলে হয় না..ডলারের দাম বেড়েগেছে ১১টাকা..তবে একটা মুলা আছে..যুদ্ধাপারাধীর বিচার মুলা, এইটা ঝুলিয়ে রাখা হয়েছে..যখনই দরকার এইটা দেখানো এদের কাজ। আরে বিচার করচিস কর, এই খানে কেউ বাধা দিবে কেমনে বুঝি না..আর বাধাই যদি দেয়..আমার কথা হল সেই বাধা কেন তেল, গ্যাস, বিদ্যুত, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধিতে দেয় না কেন? এইসব মুলা দেখিয়ে লাভ নেই, বিচার কর আর যাই কর আমার কিছু আসে যায় না, আমার আসে যায় যখন তেলের মুল্য বৃদ্ধিতে কালকে বাস ভাড়া, তেলের দাম, চালের দাম, ডিমের দাম, তরকারীর দাম বাড়বে তখন। অতএব মুধ্যা কথা হল, এইটা কোন গনতান্ত্রিক সরকার নয়, এইটা লাইসেন্স ধারী সন্ত্রাসীর মত জনগনের দারা নির্বাচিত সৈরাচারী সরকার..যারা ডিজিটাল স্বপ্নের নামে নিজেদের ডিজিটাল আখের গোঁচাতে ব্যাস্ত, জনগনের কি হচ্ছে সেটার কোন তুয়াক্কা এরা করে না..তবে হা..মুলা দেখানো আর যখন দরকার তখন বলা "এইটা জনগন চায় বলে করেছি " এইটা টিকমত করে। তাই আমি মনে করি এই "জনগনের দারা নির্বাচিত সৈরাচারী সরকার" এর চেয়ে অনিবার্চিত সৈরাচারী সরকার কিংবা সামরিক সরকার অনেক ভাল।

তবে এখন অনিবার্চিত সৈরাচারী সরকার আশাটা শহজ নয়, তাই আকুল আবেদন জানাচ্ছি সামরিক বাহীনিকে..আসুন..বাংলাদেশকে বাঁচান..আমি আপনি আমরা সবাই এদেশের নাগরিক..দেশকে বাঁচানোর মহৎ দায়িত্ব নিয়েই আপনারা চাকরি নিয়েছেন, আজকে দেশের সংকাটাপন্ণ অবস্তায় সেনাবাহিনী্ই পারে দেশকে বাঁচাতে। এইখানে সেনাবাহিনির কেউ থাকলে দয়া করে আমার আবেদন শুনুন, আর দেশের করুন অবস্তার দিকে তাকান..দেশকে বাঁচান..এই আম্বলীগ-বিম্পি-জাপা-রাজাকারদের আর চাই না..এইবার সমারিক শাষন দেখতে চাই..অন্তত ৫ বছর..তাই আকুল আবেদন দেশকে বাঁচাতে এগিয়ে আসুন, আম্বলীগ-বিম্পি-জাপা-রাজাকারদের হঠান, দেশপ্রেমিক বাহীনি হিসাবে দেশের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.