আমাদের কথা খুঁজে নিন

   

অবাক হলাম প্রথম আলোর এই লেখাটি পড়ে...শুধু কষ্ট হয় হতভাগা এই দেশটির জন্যে....এটা কি রাষ্ট্রদ্রোহীতা নয়..??

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" এই লেখাটি পড়ে ভারতের যে কোন মানুষও অবাক হয়ে যাবে। এদেশের মাটিতে বসে ভারতের জন্যে এমন চিন্তা কেউ করতে পারে তা তাদের কল্পনার অতীত। শুধু কষ্ট হয় হতভাগা এই দেশটির জন্যে । প্রথম আলোতে এরকম লেখা আশা করি না। জাতীয় স্বার্থে কোনো আপোষ নেই, এরকম একটা ইস্যুকে বিতর্কের উপরে স্থান দেয়া উচিত। প্রকৃতি প্রকৃতির মত থাক, নদীতে বাধ মানেই কোন না কোন ভাবে প্রকৃতির সাথে বিরোধ করা, এর বিরুপ প্রতিক্রিয়া প্রকৃতি অবশ্যই নেবে কোন একদিন। মি মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক। .আপনাকে বলছি.... ফারাক্কা বাধে ফলে আজ আমরা যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটার কি খবর রাখেন আপনি ? যদি পারেন নিজের পায়ে হেঁটে গিয়ে মাটির মানুষদের জিজ্ঞাসা করুন তারপর লেখুন !! আপনার লেখাটা অনেক নিরহ বাংগালীদের অন্তরে আঘাত করল ! আজ আপনার টাকা হয়েছে তাই বাসায় বসে বাজার করাতে পারছেন ! কিন্তূ মনে প্রশ্ন জাগে না আজ কাদের জন্য দুমোটো ভাত খেতে পারেন তারপর ও কি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন স্যার ? ফারাক্কা বাধেঁর ফলে আমাদের কৃষির যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আপনার মাধ্যমে জানতে চাই.......... মূল রিপোর্টটি এখানে দেথুন....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.