আমাদের কথা খুঁজে নিন

   

হযরত ওমরের সৎপরামর্শ

আমি ভালা আছি। বর্ণিত আছে, একদা কোন এক লোক আমিরুল মুমিনীন হযরত ওমর রা.-এর কাছে স্বীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকলেন ওমর রা. এর অপেক্ষায়। হঠাৎ ভিতর থেকে ওমর রা. এর স্ত্রীর কণ্ঠ শুনতে পেলেন যে, তিনি ওমর রা. কে এটা সেটা বলছেন। ওদিকে ওমর রা. কোন জবাব না দিয়ে চুপ করে বসে আছেন। এটা দেখে লোকটি চলে যাচ্ছিলেন।

ভাবলেন, ওমর রা. এত কঠোর স্বভাবের মানুষ, তারপর আবার আমিরুল মুমিন; তাঁর যদি হয় এ অবস্থা, আমি আর কে! ইতিমধ্যে ওমর রা. বের হয়ে লোকটিকে দেখে ফেললেন। ডেকে জিজ্ঞেস করলেন, হে ভাই! তুমি কী প্রয়োজনে এসেছ? লোকটি বললেন, হে আমিরুল মুমিনীন! এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। বড্ড জ্বালায় সে আমাকে। কিন্তু আপনার স্ত্রীর অবস্থা দেখে ফিরে যাচ্ছি। ভাবলাম এই যখন আমিরুল মুমিনীনের অবস্থা, আমি আর কে! তখন হযরত ওমর রা. বললেন, ভাই! আমি এসব হাসিমুখে সহ্য করি।

কারণ আমার উপর অনেক হক রয়েছে তার। উপরন্তু সে আমার পাচিকা, ধুপী, আমার সন্তানের দুগ্ধ দান কারীনী। অথচ এসব তার উপর ওয়াজিব নয়। আর তারই কারণে হারাম কাজ থেকে আমার নফস বিরত থাকে। তখন লোকটি বললেন, আমার স্ত্রীও তো আমাকে এসব কাজে সহায়তা করে।

ওমর রা. বললেন, ধৈর্য ধারণ কারো ভাই! দুনিয়ার জীবন কয়েক দিনের মাত্র। সূত্র : খুলুকুল মুমিনীন : ৭২) সিরাতে মুস্তাকীমের সন্ধানে হযরত আব্দুল্লাহ ইবনূল মুবারক রহ. কে প্রশ্ন করা হলো, আপনার জীবনের মোড় ঘুরলো কীভাবে? তখন তিনি বললেন, একদা আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের একটি বাগানে আড্ডা দিচ্ছিলাম। বাগানটি ছিলো রকমারি ফলে পরিপূর্ণ। রাত্র পর্যন্ত সেখানেই ফলমুল খেয়ে কাটাতাম। আমি ঢোল-তবলা বাজাতে খুব ভাল বাসতাম।

কোন এক রাতে বাগানেই অবস্থান করছিলাম। হাতে তবলা। হঠাৎ একটা পাখি মাথার উপর ডালে বসে কিচির-মিচির করছে। তবলার কাঠি আমার হাতেই। বহু চেষ্টা করেও গানে তাল মিলাতে পারছি না।

হঠাৎ হাতের কাঠিটি মানুষের ন্যায় বলে উঠলো- অর্থ:“যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ, তার প্রতি হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। ” (সূর হাদীদ : ১৬) তখন বললাম, “হ্যাঁ, অবশ্যই আমার রব। ” আমি কাল বিলম্ব না করে হেদায়াতের পথে ছুটলাম। এটাই ছিলো আমার আলোর দিশার প্রথম ধাপ। সূত্র : মিফতাহুস সায়াদাহ : ২/২২ (সংগৃহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.