আমাদের কথা খুঁজে নিন

   

"বাংলাদেশ প্রিমিয়ার লীগ" এর মোড়ক খোলা হলো আজ

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" অবশেষে সব জল্পনা কল্পনার অবসান করে আজ এ আড়ম্বড় পূর্ণ অনুষ্ঠান মাধ্যমে স্থানীয় সবচে গ্লামারাস ইভেন্টটির প্রতীক (লোগো/জামা ) উন্মোচন করা হলো তাছাড়া এরকম বিগ বাজেটের ঘরোয়া ক্রিকেট আগে কখনো হয়নি বাংলাদেশে...তাছাড়া চ্যাম্পিয়ন্সলীগ টি-২০ তেও পার্টিসিপাশনের অন্যতম মাধ্যম হলো এই ইভেন্টটি... বিপিএল’র ছয় আইকন ক্রিকেটার তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, অলক কাপালীদের রীতিমত র‌্যাম্প মডেল বনে যেতে হলো... উপস্থাপক হিসেবে ছিলেন নাট্যকার,নাট্যনির্মাতা আফজাল হোসেন প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলার পর কথা ছিল ৬ ক্রিকেটারকে ঢাকার আশেপাশের তিন ভেন্যু থেকে হেলিকপ্টারযোগে নিয়ে আসা হবে বনানীস্থ আর্মি স্টেডিয়ামে। কিন্তু হেলিকপ্টার এসে নামে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সপ্তাহ শেষের ঢাকার যানজট এড়াতেই ব্যয়বহুল এ পন্থা নিয়েছিল আয়োজকরা...কিন্তু বিধিবাম...আজ আর্মি ষ্টেডিয়ামে কোন এক অনুষ্ঠানের কারণে তা আর হয়ে উঠেনি সেই সাথে আরো ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী,হাশেম খান, শিশির ভট্টাচার্য, মনিরুল ইসলাম, রফিকুন নবী, কনক চাঁপা ,যারা বিপিএল’র লোগো উন্মোচন অনুষ্ঠানে আসতে পারে মুগ্ধ... পরিশেষে,,, আগত অতিথিদের ভাষণ পর্বটা অবশ্য সুখকর ছিল না বিসিবি কর্তাদের কাছে। বক্তব্যের এক পর্যায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বিসিবি প্রেসিডেন্টকে মনে করিয়ে দেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের হিসেব-নিকেশ সবার কাছে প্রকাশ না কারার কথা.... আমরা সবাই আশা করবো আমরা আশা করবো এই বিপিএল শেষ হলে আয়-ব্যয়ের হিসেব দিয়ে স্বচ্ছতা দেখাবে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.