আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে আপনি কততম । তা আপনি কি জানেন ?

বাংলাদেশ বিশ্বে জনসংখ্যা এখন ৭০০ কতি ছাড়িয়েছে । তবে প্রতি মুহূর্তেই rapid ratio চক্ক্রাকারে এ জনসংখ্যা বাড়ছে দ্রুতই । আর এ নিয়ে দারুন এক অনলাইন সফটওয়্যার তৈরি করেছে বিবিসি । এ সফটওয়্যারে আপনার জন্ম তারিখের ভিত্তিতে বলে দেবে ৭০০ কোটি জনসংখ্যার বিশ্বে আপনার জন্ম কততম । তবে জন্ম বৎসর ১৯১০ সালের আগে হলে এ নিরীক্ষা আপনাকে গুনতে সামর্থ্য হবেনা । বিবিসির এই লিঙ্কে আপনার জন্মতারিখ নিবন্ধন করে নেক্সট বাটনে ক্লিক করলে মুহূর্তেই মিলবে আপনার জনসংখ্যা কততম । এ ছাড়া দেশ ভিত্তিক অবস্থান জানতে পারেন নেক্সট ক্লিক করে 'কান্ট্রি' অপশনে দেশের নাম লিপিবদ্ধ করে এন্টার বাটন চাপলেই পেয়ে যাবেন দেশের জনসংখ্যাই আপনি কততম । সুত্রঃ মাসিক প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বার ২০১১ । পৃষ্ঠা ১৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।