আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: কি রকম বিশ্বে বাস কর হে?

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

হাসি হাসি মুখের নিস্পাপ চেহারার শিশুদের নিয়ে তোলা ছবি হলেও ছবিটা হৃদয় বিদারক। হিংসায় লিপ্ত এক পৃথিবীতে বাস করি আজ আমরা। সেই হিংসার একটা খন্ডিত রূপ এখানে। ছবিটা কোথায় তোলা আন্দাজ করতে পারছেন? ইসরায়েল। ইসরায়েলের শিশুরা লেবাননের দিকে ছুড়ে দেওয়ার অপেক্ষায় রাখা সারি সারি ক্ষেপনাস্ত্র তাদের মন্তব্য লিখতে ব্যস্ত।

কেউ লিখছে, "গো টু হেল", কেউ লিখছে, "উই হেইট ইউ", "মৃতু্য পাঠাচ্ছি আমরা তোমাদের" ... আরো কত কি! পেছনে ট্যাংকের উপরে দাড়িয়ে আছে একজন ইসারায়েলী সৈন্য। হিংসায় অন্ধ এই পৃথিবীতে নিস্পাপ শিশুদেরকেও আমরা শেখাচ্ছি বর্বরতা আর হিংসা। এই শেলগুলোই একটু পরে ছুড়ে দিয়ে হত্যা করা হবে সীমান্তের ওপারের নিরীহ নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের। ওদের অপরাধ? ! উহু , ধর্ম না, ধর্ম না। ভুলেও ওই জাজমেন্ট বসাতে যাবেন না।

ওদের অপরাধ অন্য জায়গায়। চিন্তা করুন। ক্রেডিট: http://www.flickr.com/photos/12011945@N00/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।