আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরের ফল ঘোষনায় মিডিয়া সমূহের এ কেমন বিষম উপস্থাপনা!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... এখন যখন লিখছি- রাত ৮ আটটা। বিডিনিউজের ফলাফল সংবাদ: ইসির ফল: দুই কেন্দ্রে জিতেছে আজমত এই দুই কেন্দ্রে ক্ষমতাসীন জোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১৮ ভোট। গাজীপুর শহরের এই দুটি কেন্দ্রে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান টেলিভিশন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩০১ ভোট। একই সময়ে নতুনদিনডটকমের ফলাফল: ব্রেকিং> নিজের কেন্দ্রে হেরেছেন আজমত উল্লা নতুনদিন প্রতিবেদন: বহুল আলোচিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের কেন্দ্রেই হেরেছেন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা হেরেছেন। এছাড়া, নিজের এলাকার কেন্দ্রেও হেরেছেন তিনি।

কেন্দ্রের নাম কেরামত উল্লাহ মাদ্রাসা। এই কেন্দ্রে তিনি পেয়েছেন ৩২৪ ভোট পেয়েছেন। ৫৩৪ ভোট পেয়ে জিতেছেন ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। এর বাইরে মোট ৪২ কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাব অনুযায়ী অধ্যাপক মান্নান ৩৭,৮১৭ ও আজমত উল্লা পেয়েছেন ২১,০১২। একই সময়ে বাংলা নিউজের ফলাফল সংবাদ- ৩৯২ এর ১০ কেন্দ্রের ফল মান্নান ৭৭১০ আজমত ৫৩৬২ একই সময়ে একই বিষয়ে ফলাফলে একি বিষম উপস্থাপনা।

দলীয় নগ্ন সমর্থনটা কি একেবারেই লুকানো যায় না?? নাকি জনগণকে তারা এসি রুমে বসে আতেলীয় ভাবনায় ম্যাংগো পিপলই ভাবে!!!!! তাহলে তারা ভুল করে। অনেক বড় ভুল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.