আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরের হার ও মাওলানা শফির বয়ান...

সবাইকে শুভেচ্ছা... হঠাৎ করে দেখি মাওলানা শফির ভিডিও নিয়ে সোস্যাল মিডিয়া উথাল পাতাল করেছে। কারনটা কি? গাজীপুর পরাজয়ের সাথে এর কি কোন সম্পর্ক আছে? কষ্ট লাঘবের অনেক পথ আছে। হুজুরদের বয়ানের ভেতর এ কষ্ট চাপা দেয়ার ভাল সময় নয় এটা। মহিলা ও স্বামী-স্ত্রীর বেডরুমের জীবন নিয়ে মাওলানাদের এ সব বক্তব্য কি অনেকের কাছে নতুন লাগছে? তাহলে অনুরোধ করব ফাঁসির আসামী মাওলানা সাইদির রগরগা কোন ক্যাসেট/সিডি শুনে নিতে। হুজুরদের জীবন আবর্তিত হয় এসব বয়ানকে ঘিরে।

এসব বয়ানের লাখ লাখ ভক্ত আছে যারা চোখের পানি আর নাকের পানিতে একাকার হয়ে আল্লামাদের বানী গিলতে অভ্যস্ত। বিশেষ করে যারা গাজীপুর পরাজয়ে হেফাজতীদের দায়ী করে প্রতিশোধের রাস্তা খুজছেন তাদের জেনে রাখা ভাল, এই সেই হেফাজতী যাদের উত্থানে শুক্রকীট দিয়ে সহায়তা করেছিল আজকের আওয়ামী লীগ। জামতিদের এন-কাউন্টার করার জন্য অর্থ, জনবল ও সরকারের পেটোয়া বাহিনী দিয়ে রাস্তায় নামিয়ে ছিল। বিষাক্ত সাপ নিয়ে খেলতে নেই। ছোবলের ভয় থাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.