আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরের হোতাপাড়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারে ভবনধসের ঘটনায় মালিককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ওই এলাকার ফুয়াংফুড এবং খান পাওয়ার সিরামিক কারখানার শ্রমিকদের ছুটি না দেওয়ায় উত্তেজিত হন।

তাঁরা কারখানা দুটিতে ঢিল ছুড়ে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক সানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.