আমাদের কথা খুঁজে নিন

   

না এলেই, ভালো হতো হয়তো

আহসান জামান না এলেই, ভালো হতো হয়তো; এত কাঁদাজল, পিছুটান মনঘরে শূন্য হাওয়ার দীর্ঘশ্বাস। না এলেই, ভালো হতো হয়তো; কোথাও ফেরারইচ্ছে দরজায় ঝুলে থাকতো অযুতদিনের তালাচাবি। কোথাও বলার মতো আর ছন্দ উড়তো না মনে। সন্ধ্যার জোনাকীরা অন্ধকার ছিঁড়ে ঢুকে যেতো না স্মৃতির উঠোনে। না এলেই, ভালো হতো হয়তো; কোথাও যতিচিহ্নের মতো থেমে যেতো না অচল চলাচল। শিমুলতুলোর সাদা ভোর এসে রোদ্দুর মেলতো না জানালায়। না এলেই, ভালো হতো হয়তো; এত উদাস পাখিময় মন, বাতাসের বিষণ্ণ গন্ধ মেখে কোনো অন্ধকারে ঢুবে যেতো রোজরাতে কাফনের উমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।