আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে বড় অর্থনীতির দেশের তালিকায় যুক্তরাজ্যকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাজিল।

আমার দেশ আমার সংস্কৃতি দ্য সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) নামে একটি গবেষণা সংস্থা সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে বলেছে, এশিয়ার দেশগুলোর অর্থনীতি চাঙা হওয়ার বিপরীতে ইউরোপের দেশগুলোর অর্থনীতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সিইবিআর’র প্রধান নির্বাহী ডগলাস ম্যাকউইলিয়ামস সোমবার বিবিসি রেডিও ফোরকে বলেন, “উৎপাদনের ধরনের কারণে ব্রাজিলের অর্থনীতি যুক্তরাজ্যকে ছাড়িয়েছে। ” “আমি মনে করি, এটা বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের অংশ যেখানে আমরা কেবল পশ্চিম থেকে পূবে রূপান্তর দেখছি না। আমরা এটাও দেখছি যে, যে সব দেশ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্য ও জ্বালানি এবং এ ধরনের পণ্য উৎপাদন করে তারা খুব ভালো করছে এবং ধীরে ধীরে ইকোনোমিক লিগ টেবিলে উপরের দিকে উঠে আসছে। ” বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গবেষণা সংস্থাটির মতে বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তৃতীয় জাপান, চতুর্থ জার্মানি, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ ব্রাজিল, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম রাশিয়া এবং দশম ভারত।

২০১৬ সাল নাগাদ যুক্তরাজ্যের অর্থনীতি ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলেও সিইবিআর পূর্বাভাস দিয়েছে। এ প্রতিষ্ঠান তাদের পূর্বাভাসে বলেছে, চলমান ইউরো সংকট সমাধান হলে ২০১২ সালে ইউরোজোনভুক্ত দেশগুলোর অর্থনীতি শূন্য দশমিক ছয় শতাংশ সংকুচিত হবে। আর ইউরো সংকট সমাধান না হলে এ সংকোচনের হার হবে দুই শতাংশ। এ বছরের শুরুর দিকে প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিবেদনেও বলা হয়, ২০১১ সালে ব্রাজিলের অর্থনীতি যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে। ব্রাজিলের মোট জনসংখ্যা ২০ কোটি যা যুক্তরাজ্যের জনসংখ্যার তিন গুণেরও বেশি।

সিইবিআর বলেছে, অর্থনৈতিক উন্নয়নের ধারায় রাশিয়াও আছে। আগের বছরের চেয়ে এক ধাপ এগিয়ে দেশটি এ বছর নবম অর্থনীতির দেশের স্থান লাভ করেছে। ২০২০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় এ দেশটি চতুর্থ অর্থনীতির দেশে পরিণত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে দশম অর্থনীতির দেশ ভারত ২০২০ সাল নাগাদ বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে এ গবেষণা সংস্থা। সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।