আমাদের কথা খুঁজে নিন

   

আমার উচ্চ শিক্ষা সাথে কিছু সিদ্ধান্তের ফাঁস..........................

আমার এ দুনিয়ার সকল তত্ত্বের তাপীয়নুভূতী জাগ্রত হোক কাল আমার চাচার সাথে কথা বলতে ছিলাম, ঊনি থাকেন স্পেন এ................ তো যাই হোক আমার বি এস সি নেওয়ার জন্য প্রথমে চিন্তা করছিলাম জার্মানী সেখানে আবার দুই কথা জার্মান আর ইংরেজী ভাষা । প্রথম নিজে ভেবেছিলাম জার্মানটাই করবো কারণ, সেখানকার ভাষা, সাথে আর নতুন আর একটি ভাষার দক্ষতা যুক্ত হবে। আর ইংরেজীতো সচরাচর জানা যাবেই......... গতকাল আমার চাচা ধারনা দিল উল্টাইয়া কারন, ইংরেজীতে পরতে বললো, যাতে করে সারা বিশ্বে কাজ করতে পারি। পাশাপাশি কানাডাতে চেস্টা করতে বললো সেখান থেকে সহজে চাকুরির কাগজ পত্র পাওয়া যায় বলে...................... এ ব্যপারে সবার পরমর্শ চাচ্ছি.................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.