আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি জিতে নাই, আওয়ামীলিগ প্ল্যান করেই হেরেছে: পাগলা এ্যানালাইসিস

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed অনেকেই মনে করছেন এইটা বিএনপি'র জয়। সম্ভবত, তারা একটু ভুল করছেন। ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে আও্য়ামীলিগের ধারে কাছেও বিএনপি আসতে পারবে না। আমার প্রথম থেকেই ধারনা ছিল যে এই ইলেকশনগুলো সব সাজানো। প্রথম ধাপ: সবক'টি চ্যানেলকে ইলেকশন ক্যাম্পেইন জোরে শোরে করতে বলা হল হাই কমান্ড থেকে শাহবাগপন্থীদের আবার জড়ো হতে বলা হলো রানা প্লাজা সহ সকল ইস্যু নিয়ে সকল লেখালেখি বন্ধ আশরাফুলের খবরটাও চেঁপে গেল দ্বিতীয় ধাপ: ইলেকশনের ঠিক আগে দিয়ে নির্বাচন সুষ্ঠু বিষয়ক অনেক বক্তব্য ইনু থেকে শুরু করে আন্দালিব পর্যন্ত সবাই কেয়ারটেকারের পক্ষে-বিপক্ষে বলতে লাগল তৃতীয় ধাপ: ৪টি সিটি কর্পোরেশনেই ধস জনগন বলল হেফাজতিদের উপর গোলাগুলির জন্যই এটা হয়েছে 'ফেয়ার ইলেকশন' কথাটা ধোপে টিকল না ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন স্থগিত, সব ফোকাস গাজীপুর চতুর্থ ধাপ: সকল মিডিয়া তাক হইল গাজীপুর সংসদেও এবার আলোচনার মূল ইস্যু 'ফেয়ার ইলেকশন' বিদ্রোহীপ্রার্থী জাহান্গীরকে ছাত্রলীগ দিয়ে ধরে আনা হলো তাকে হূট করেই বসিয়ে দেয়া হল আর তিনি 'বিদ্রোহী' হয়ে হাসিনার গুন গাইলেন!!! মিডিয়ার সব এ্যাটেনশন ঐ দিকে নেয়া হলো এই ফাঁকে শাহবাগটাও কিছুটা চাঙ্গা করার চেষ্টা যাতে সেখান থেকেও কিছু কথা আসে সংসদে তোফায়েল থেকে মওদুদ পর্যন্ত সবাই এই 'ফেয়ার ইলেকশন' প্রসঙ্গে কথা বললেন এরশাদও সাপোর্ট দিচ্ছিলেন বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের পন্ঞম ধাপ: ফোকাস বাড়ানোর জন্য মান্নানের ব্যাংক একাউন্ট জব্দ করা হলো এরশাদ-হাসিনা বৈঠক এবং শেষ মুহূর্তে এরশাদের ইউ-টার্ন গাজীপুর ইলেকশনের আওয়ামীলিগ জোর করেই জিততে যাচ্ছে এমন একটা ধারনা তখন সর্বত্র আগের দিন থেকেই 'সরকারের পার্সোনাল নিউজ মিডিয়া' সময় চ্যানেলের লাইভ ইসি কাভারেজ সকল পত্রিকার মূল ফোকাস এবং পাবলিক কথাবার্তার টপিক 'গাজীপুর তো সরকার জোর করে নিচ্ছে' আগের দিন মান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ তুলে আরও নেগেটিভ ব্র্যান্ডিং টক শো'গুলোর মূল কথা, 'ফেয়ার ইলেকশনের সম্ভাবনা' শেষ ধাপ ও ইলেকশন: ইলেকশনে জিতল বিএনপিপন্থী মান্নান আজমত উল্লাহ নিজের কেন্দ্রেও হারলেন!!! আউটপুট এবং ফিউচার: এবার সবাই বলবে "ফেয়ার ইলেকশন" মান্নান বলেছে, "সুষ্ঠু নির্বাচন হয়েছে" এরশাদের প্রতি অনেকের আস্থা কমে গেল। তিনি এখন হাসিনার পুতুল। বিএনপি আগামী কিছুদিন চুপচাপ শাহবাগ করা হচ্ছে কারন এখন আবার 'রাজাকার' ইস্যুতে সবাইকে ব্যস্ত করতে হবে কমিশনে চুপচাপ কিছু রদবদল আসবে তারপর... এই সরকারের অধীনেই নির্বাচন... এবং...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.