আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাঙ্গালীদের কিছু সমস্যা যে গুলো নিয়ে ভাবা উচিত

স্বপ্ন দেখতে ভালোবাসি......কিন্তু কেন যেন পরিশ্রম করা হয় না আজ আমি একটা কারণে কষ্ট পেয়েছি। কষ্টটি খুব বেশি না তবে এটার ফলে আমার কিছু realization হয়েছে। কষ্টটি পাওয়ার পেছনে আমারও কিছু ভুল আছে। তারপর আমি analysis করলাম কেন এমন হল। যার পেছনে আমি কিছু কারণ পেয়েছি।

আমার মনে হয় এই সমস্যা অনেক বাঙ্গালিরই আছে যেগুলোর কারণে আনাকাংখিত অনেক সমস্যার সৃষ্টি হয়। আসলে আমি মনে করি ছোটোবেলার সময়টা খুবই গুরুতপূর্ণ, বিশেষ করে আমরা ছোটোবেলায় অনেক ভাল ভাল কথা, বড় বড় মনীষিদের জীবনী পড়ে অনেক কিছু শিখি কিন্তু আমরা যত বড় হতে থাকি তত আমরা ঐ সব শেখা থেকে দূরে সরে যায়। আমরা ছোটবেলায় আমাদের শিক্ষক, পরিবারের সদস্যদের কাছ থেকে যে নর্মস এন্ড ভ্যালুস গুল পেয়ে থাকি তা সারাজীবন আমাদের পথ চলতে সাহায্য করে। কিন্তু যখনই আমরা ঐ গুলা ভুলতে শুরু করি তখনই আমারা আমাদেরকে ধ্বংস্বাতক পথে ঠেলে দেই। যাইহোক এখন দেখি আমাদের কোন সমস্যা আমদের খারাপ পরিনতির দিকে নিয়ে যেতে পারেঃ ১. বিবেচনা না করে কাজ করাঃ এটি আমাদের বাঙ্গালিদের একটি প্রধান সমস্যা।

আমরা যেকোন কাজ করার আগে খুব কম ভাবি অর্থাৎ কোন কাজ করার আগে আমরা ভাবি না যে ঐ কাজটি করার পর আমাদের কি কি সমস্যা হতে পারে বা ঐ কাজের ফলে অন্যরা কি সমস্যায় পরতে পারে বা ঐ কাজটি সমাজের জন্য কতটুকু উপকারী বা আমার আশেপাশের মানুষদের জন্য সেটি ভাল না মন্দ সেটি চিন্তা করি না। একটা কাজ করলেই হয়েছে এমন একটি স্বভাব হয়ে গেছে আমাদের। ২. সহ্য ক্ষমতার ঘাটতিঃ এটি একটি সব থেকে বড় রোগ আমাদের সমাজের আমি মনে করি। বর্তমান যুগে এটি অবশ্য সবারই সমস্য তবে বাঙ্গালিদের এই সমস্যটি খুবই বেশি পরিমাণ। মনে করেন কেউ কোন খারাপ কিছু করে ফেলেছে, এখন যেটি করে ফেলেছে তা তো করেই ফেলেছে তা আপনি উল্টাবেন কিভাবে?? কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেতা তখন সহজ ভাবে সেটি নিতে পারি না।

যদি আমরা সেটি একটু সহজ ভাবে নিয়ে তাকে একটু বুঝিয়ে বলি তাহলে অনেকক্ষেত্রে তা কাজ করে। কিন্তু আমরা তা না করে অনেক ছোট খাটো বিষয় নিয়ে মাথা গরম করে সব কিছু ঘোলা করে ফেলি। যেটি আসলেই ঠিক না। আর একটি বিষয় সেটি হচ্ছে আমরা কোন সমালোচনা সহ্য করতে পারি না। এটা খুবই খারাপ একটি লক্ষণ।

আমরা ভাবি না যে সমালোচনা আমাদের ভাল কিছু করার পথ দেখাবে। আমরা যদি এটা ভাবতাম যে এই সমালোচনার জন্য কিভাবে ভাল কাজ করা যায়। এটি ভাবলে আমরা অনেক কিছুই করতে পারতাম আমাদের নিজেদের জাতির জন্য তথা দেশের জন্য। আমাদের অবস্থা এখন এমন হয়ে দাড়িয়েছে যে পারলে আমাদের সমালোচনাকারীদের গলা টিপে ধরে তাদের কথা বলা বন্ধ করে দেয়। ৩. অতীতমুখীঃ আমদের আর একটা প্রবলেম হচ্ছে আমরা খুব বেশি মাত্রায় অতীতমুখি, অর্থাৎ অতীতে কি হয়েছে, কে আমার সমালোচনা করেছে, কে আমার দূর্নাম করেছে ইত্যাদি ইত্যাদি দেখি কিন্তু আমরা একবারও ভাবি না যে আমাদের ভবিষ্যতটা কিভাবে সুন্দর করা যায়।

আমাদের অতীতে হেন হয়েছে তেন হয়েছে এই গুলা হিসাব করতে করতে আমাদের বেলা শেষ হয়ে যায়। ভাল কিছু করার আর সময় থাকে না। কিন্তু পৃথিবীর যে সব জাতি আজ সমৃধ তাদের ইতিহাস দেখলে দেখা যায় যখনই তারা কোন সংকটময় মুহূর্তে পতিত হয়েছে তখনই কিভাবে ঘুরে দাড়িয়েছে। ============================================ পৃথিবীর প্রত্যেকটি দেশের লক্ষ্য যেখানে সামনের দিকে এগিয়ে যাওয়া তখন আমাদের লক্ষ্য মনে হয় পেছনের দিকে যাওয়া। দুক্ষজনক এই আমরা, এই আমি কিছুই করতে পারলাম না আমাদের প্রিয় স্বদেশটির জন্য।

কিন্তু এখনও সম্ভব। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সব ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে আমাদের দেশটাকে একটি সুন্দর দেশ হিসেবে, একটি রোল মডেল হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.