আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীদের নিয়ে আর পারা যায় না !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

নাহ্ ! বাঙ্গালীদের নিয়ে আর পারা যায় না । হয়ত আমরা এখন বাংলাদেশী কিন্তু টিক্কা খান, মোহাম্মদ আলী জিন্নাহ্ আর ইয়াহিয়া যদি দাবী মানত তাহলে আমরা আর বাংলাদেশী হতে পারতাম না । বাঙ্গালীই হতাম । এটা তো সবাই মানেন । না কি? এরা ছিল আস্তা গোয়ার আর বোকা ।

এদের গোয়ার্তমীদের জন্য বাংলাদেশ পৃথক হয়েছে আর আমরা স্বাধীনতা পেয়েছি । না ভাববেন না, আমি বাংলাদেশের বিপক্ষে কথা বলছি, গোড়া দেশীরা তো বলেই ফেলবেন আমি রাজাকার । বলবেন তাকে বেন্ড পার্টির সাথী হতে ! একশত হাত দূরে অবস্থান করতে ! আমি শুধু তার 'যদি'-র দিক গুলো তুলে ধরেছি । যাই হোক । যা হওয়ার হয়ে গেছে ।

মূল কথায় ফিরে যাই । উপরোক্ত কথামালা আমার আসল উদ্দেশ্য ছিল না । নাম: সাইফুল আজম । জন্ম: ১৯৪১ সালে বাংলাদেশের পাবনায় । পরবর্তীতে বাসস্থানান্তর: কলকাতায় এবং ১৯৪৭ সালে আবার বাংলাদেশে (মুসলমান হিসেবে) প্রথম পাকিস্তানে গমন: ১৯৫৫ সালে এবং হাইস্কুলে ভর্তি হয় ।

পরবর্তীতে Pakistan Air Force (PAF) Cadet College ভর্তি হয় । ১৯৬০ সালে গ্র্যাজুয়েট করে এবং পাফ-এ পাইলট অফিসার হিসেবে যোগদান করে । Cessna T-37 টাইপের বিমানের উপর শিক্ষা গ্রহণ করেন । পরবর্তীতে তিনি Luke AFB, Arizona -তে যান আধুনিক ফাইটার এর উপর কোর্স করতে -North American F-86 Sabre । পরবর্তীতে তিনি ফেরত আসেন পাকিস্তানে এবং ১৯৬৩ সাল পর্যন্ত Sabre টাইপের যুদ্ধ বিমান চালান ।

যুদ্ধ::: ১৯৬৫ সালে 'সাবরে' চালান । সেই সাথে সফলভাবে ভূমিতে আক্রমণের মাধ্যমে 'বাউন্সের সাথে' ভারতীয় ফাইটারের কৌশলে যুদ্ধ করেন । আর আক্রমণকারী ভারতীয় যুদ্ধ বিমান ২টির মধ্যে একটিকে ভূপাতিত করেন । তার বিরত্বের কারণে সিতারা-ই-জুরাত উপাধি পান । ১৯৬৭ সালে আরব-ইসরইল যুদ্ধে রাজকীয় জর্ডান বিমান বাহিনীর এডভাইসর এর পদ পেয়েছিলেন এবং volunteer হিসেবে Hawker Hunter No.1 বিমানটি উড়িয়েছিলেন ।

৫-ই জুন ১৯৬৭ সালে জর্ডানের গুরুত্বপূর্ণ বিমানঘাটি RJAF Mafraq-এ ইসরাইলী Super Mysteres Jets আক্রমণ করে এবং আজম সাহেব বিরত্বের সাথে একটি ভূপাতিত করেন এবং আরেকটি যুদ্ধ বিমান দুই দু'টি দেশের সীমান্তে পড়ে (ধোয়াঁ সৃষ্টির মাধ্যমে) । ২ দিন পরে, ৭-ই জুন ১৯৬৭ সালে H-3 যুদ্ধ বিমানের সাথে western Iraq-এর একটি বিমান ঘাটিতে হামলা করে । এই সময় প্রথম তিনি Dassault Mirage III যুদ্ধ বিমানটি ভূপাতিত করেন এবং কিছুক্ষণ পড়েই Sud-Ouest Vautour bomber ভূপাতিত করেন । ততকালীন বাঙ্গালী এবং বর্তমান বাংলাদেশী আজম সাহেব আরব এর পক্ষে যুদ্ধ করে ১৯৬৭ সালে মাত্র ৬ দিনে সবচেয়ে সর্বোচ্চ মুসলমান পাইলটের স্কোর করেন । তিনি জর্ডানের হুজামে ইস্তেকলাল এবং ইরাকের মেডেল এফ ব্রেভারি এবং দি নথেস শুজা উপাধিতে ভূষিত হন ।

পরবর্তীতে তিনি ফ্লাইট কমান্ডর হিসেবে PAF Fighter Leader's School নিয়োগ লাভ করেন । বাঙ্গালী হওয়া সত্বেও ১৯৭১ সালে বিমান নিয়ে আমাদের পক্ষে যুদ্ধ করেন নি । যখন বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন বাংলার বিমান বাহিনী গঠিত হয় । তখন উইং কমান্ডার এবং বেস কমান্ডার হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ লাভ করেন । ১৯৮০ সালে গ্রুপ কাপ্তান হিসেবে অবসর লাভ করেন ।

এরপর তিনি বাংলাদেশ এর ফিল্ম এর ডেভলপমেন্ট এর সাথে জড়িত ছিলেন । বাংলাদেশ সংসদে এখন সদস্য হিসেবে ছিলেন ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত । বর্তমানে নাতাশা টেড্রিং এজেন্সি, লি:, ট্রেডিং ইন এয়ারক্রাফট এবং ইত্যাদি কারবারে এ নিয়োজিত । এছাড়া তারঁ একটি ট্রাভেল এজেন্সিও রয়েছে । তার ছেলে নিশাত এবং তিনি বাচ্চা আছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.