আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ



গুরুদেব তুমি জন্মেছিলে ঠিক যুগেই । আজকের আমাদের এই যুগে জন্মালে তুমি এতো বড় কবি হতে কিনা জানিনা । তবে তুমি ঝানু একখান রাজনীতিবীদ হতেই .....অবশ্য তোমার যুগে তুমি যুগের চেয়ে বেশ এগিয়ে ছিলে । তুমি ছিলে অনেক বেশি দূরদৃস্টিসম্পন্ন । কিন্তু কিছু বেকুক লোক আছে তারা তোমার সমালোচনা করতেও কম করেনা ।

তুমি নাকি প্রচন্ড রকম আত্নকেন্দ্রিক ছিলে । তবে তুতি এযুগে জন্মালে সাহিত্যে ঠিকই নোবেল পেতেনা । পেতে হয়তো শান্তিতে । কারণ এখন শান্তিতে নোবেল পাওয়া অনেক সহজ । আর সাহিত্যে ওরে বাবা ।

.....গুরুদেব তুমি এই শূর্খের বাক্যবানে রাগ করোনা ্ অবশ্য তোমার গুনের ফলে তুমি রাগবেনা । মুচকি হাসবে । হয়তো......গুরুদেব কিছু মূর্খ আছে যারা না বুঝে তোমার সমালোচনা করে আজও । তোমার কথাই থাক..... শুধু বাঁশিখানি হাতে দাও তুলি বাজায় প্রানমন খুলি.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.