আমাদের কথা খুঁজে নিন

   

বেশি মাত্রায় কচলালে তিতা বের হয়। সমালোচনা কি সহ্য হয় না । শুধু প্রশংসা করলে ভালো লাগে কেন? পোস্টটা কেন সরিয়ে দেয়া হলো !!!!!

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি ব্লগ দিবসকে ব্লগারদের মাঝে আর কত ফেরী করতে হবে? এই একটি বিষয়ে স্টিকি পোস্ট কবে নাগাদ শেষ হবে? এবং এসব থেকে কি ঘোড়ার আন্ডা প্রসব হবে? কী আলোচনা করা হলো- এইডা স্টিকি পোস্ট!!!' কী আলোচনা করা উচিত ছিলো, কিন্ত হইলোনা আলোচনা-এইডাও ষ্টিকি!!! কাজ কারবার দেইখা মনে হয়- চিত্রালী সিনেমা পাতার মতো - নবাগত নায়িকা পশ্চাতদেশে বায়ু ছাড়লে যেমন খবর হয় এও যেমন তেমনি। লেবু দারুন ঘ্রাণযুক্ত ,সুস্বাধু খাবারের সাথে। কিন্ত বেশি মাত্রায় কচলালে তিতা বের হয়। এবার আমগো মাপ করেন, তিতা গিলানো বন্ধ করেন, বমি হয়ে যাবে কইয়া গেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.