আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে বেশি বেশি কমেন্ট আর পিলাস পাবার তরিকা ......

আমি আসলে কোন কাজের না

ব্লগ লিখি প্রায় এক বছর হতে চললো, অথচ এখনও ব্লগে মোটামোটি পরিচিত হতে পারলাম না , শুধু পড়ে পড়ে তো আর পরিচিতি পাওয়া যায় না তাই এত দিনে আমার ব্লগের এই দশা , মাঝে তো কমেন্টও করতাম না এখন তবু মাঝে মাঝে ভাল লাগা পোস্টে কমেন্ট করে থাকি, মাঝে মাঝে কারো সমস্যা সমাধান জানলে সাহায্য করে থাকি , এত দিন হয়ে গেলো কোনো পোস্টও দেয়া হয় না , ভাবছিলাম কি নিয়ে পোস্ট দিবো , হঠাৎ নিজের দৈন্য দশার কথা মনে হওয়ায় ভাবলাম এটা নিয়েই পোস্ট দেই , আমার এত দিনের ব্লগ পড়া জীবনের অভিজ্ঞতা থেকে তরিকা গুলো লিখেছি তরিকা-১: যথা সম্ভব খুশি খুশি ভাব নিয়ে কথা বলুন, পোস্টটা যে পছন্দ হয় নাই তার ধারের কাছেও যাবেন না, সগ্জ্ঞানে সুস্থ মস্তিস্কে মাইনাস দিয়ে প্রস্থান করুন আর ভাল লাগলে অবশ্যই তেল(খুশি করা কমেন্ট এবং নানা রকমের ইমোট আইকন)সহকারে পিলাস , আর যদি মন্তব্য করতেই চান তাহলে এমন মন্তব্য করুন যাতে ব্লগার আপনার প্রতি খুশি না হতে পারে আবার মন খারাপও করতে না পারে, ধরি মাছ না ছুই পানি টাইপ তরিকা-২: ব্লগে ছাগু পোস্ট/ ছাগু ব্লগার ইত্যাদির অভাব নাই , এসব ক্ষেত্রে আমার মতামত পোস্টে আপনার মতামত যুক্তি যুক্ত ভাবে প্রকাশ করুন তবু কাজ হবেনা বলেই আমার ধারণা কারণ বেশির ভাগ ক্ষেত্রেই ছাগুদের আপনি যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না কারণ ছাগুরা যুক্তি মানে না তরিকা-৩: যত রকম মানুষ তত রকম ভাবনা তাই অনেকের সাথে আপনার মতের মিল হবেনা এটাই সাভাবিক এই সব ক্ষেত্র শুধু মাত্র পিলাস মাইনাস দিয়ে প্রস্থান করুন ভুলেও কমেন্ট করতে যাবেন না কারণ আপনি যে লজিক দিয়ে তাকে বুঝবেন সে তা মানবে না আমার অভিজ্ঞতা থেকে বলছে এই ধরনের মানুষরা যুক্তির ঊর্ধে আর কমেন্ট করলে এমন ভাবে করুন যাতে ব্লগারই আপনার সাথে বিতর্কে ইচ্ছা পোষণ না করে তরিকা-৪: ধর্ম নিয়ে পোস্টে কমেন্ট না করাই উত্তম আমি বলবো , যার যার ধর্ম তার কাছে সঠিক মতের অধিকারী তাই ধর্ম নিয়ে পোস্টে শুধু পিলাস/মাইনাস নো কমেন্ট তরিকা-৫: রাজনীতি নিয়ে পোস্ট করবেন না কারণ ব্লগে লীগ আর দল দুইটাই সমান ভাবে বিরাজমান, তাছাড়া খালেদা-হাসিনা(এরশাদ দাদা কে বাদ দিলাম কেউ মাইন্ড কইরেন না) কে কেমন তা বুঝতে পড়াশুনা জানা কোনো মানুষেরই এখন আর বাকি নাই ,তাই এগুলা করলে সাধারণত পোস্টে সমান সংখ্যক পিলাস মাইনাস পাবেন তবে ক্ষেত্র বিশেষে মাইনাস সংখ্যা পিলাস কে অতিক্রমও করতে পারে তরিকা-৬: ব্যক্তি কে আক্রমন করে কোনো কমেন্ট বা পোস্ট করবেন না তাইলেই বুঝা যাবে এই লোকের হয় খায়া দয়া কাজ নাই নাহলে তার মাথা রক্ত গরম টাইপ আর প্রতিষ্ঠান নিয়ে মন্তব্য করলে যে আপনার খবর আছে তা আগেই বলে দিলাম কারণ তখন একজন পোস্টটা দেখে বাকিরা আপনাকে এক যোগে দলগত আক্রমন করবে তাই এগুলা এড়িয়ে চলুন একটা প্রতিষ্ঠানে ভাল মন্দ বিচিত্র মতের মানুষ থাকবে এটাই সাভাবিক এটা মেনে চলুন তবে এই তরিকা ডেসটিনি এর ক্ষেত্রে প্রযোজ্য না ডেসটিনি নিয়ে পোস্ট দিলে আগামী দুইমাস আর মাইনাসের সাগরের কুল কিনার খুঁজে পাবেন না এগুলা করা থেকে মজার মজার জুক্স, পাবলিক খায় এমন মানসম্পন্ন জিনিস পোস্ট করুন যাতে সবাই খুশি থাকে, পাঠকদের সমস্যার সমাধান হয় তাইলেই আপনার ব্লগীয় জনপ্রিয়তা বাড়বে ,আপনি কি পোস্ট করছেন তার থেকে আপনার পোস্টের বিষয় বস্তু পাঠকের কাছে কেমন লাগবে সেটা ভেবে পোস্ট করুন , নিজেকে বড় ভাববেন না মনে রাখবেন আপনার থেকে সব দিক থেকেই ভাল মানুষ এই ব্লগেই আছেন বি দ্র: আমার নিজের অবস্থাই করুন তাই কারো আমার পরামর্শ কাজে না লাগলে আমি দায়ী না .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.