আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য দুপুর

রোদ ঝলমল দেহ টলমল, ক্লান্তির ছাপ- আসে অবসাদ। মাথা ঝিমঝিম মনে শিন শিন, নব এ রোগে তিক্ত যে সাধ! মেঘ গুড় গুড় মন চূড় চূড়, তুমিহীনা কাটে শূন্য দুপুর। প্রেমের পুকুর টই-টুম্বুর, সাঁতরে মরি- তুমি কত দূর! বায়ু শন শন- বহে ক্ষণে ক্ষণ, ভাবসা আকাশ কইছে কথন- তুমিহীনা আজ রিক্ত যে সাজ, শূন্য শূন্য চলে আলাপন! ইচ্ছেরা ভারী দিয়েছে আড়ি- মেঘের কোলে বানায়েছ বাড়ি, দিয়েছি পাড়ি মেঘ সারি সারি তবু তোমারে ছুঁতে না পারি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।