আমাদের কথা খুঁজে নিন

   

তেতুল পাতা, তেতুল পাতা, তেতুল খেতে টক_ তোমার সাথে প্রেম করতে আমার বড় শখ – একটি রম্য রচনা

পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! নানা জনের কল্যাণে তেঁতুল জিনিসটা এখন টক(talk)অফ দা টাউন….. যেভাবে তেঁতুলের ইজ্জত লইয়া টানাটানি চলতেসে তাতে তেঁতুল শব্দটার প্রতি আপনার ঘৃনা চলে আসতে পারে... তাই আসুন জেনে নেই তেঁতুল সম্পর্কে...- তেঁতুল বা তিন্তিড়ী হল একপ্রকার টক ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলবিশেষ। রূপকথায় তেতুল গাছের পেত্নী বহুল ব্যবহৃত একটি বিষয়। অনেকে আবার এর মধ্য রোমান্টিকতা পান - যেমন " তেতুল বনে জোৎস্না" আবার অনেকে তেঁতুলের উপমা দিয়ে নিজের মরদাঙ্গি জাহির করতে চায় ... লুল...... মাইরালা মাইরালা আমারে তেতুল গাছের পেত্নীর লগে বাইন্ধা মাইরালা... মাইরালাইবার আগে আসুন জেনে নেই তেঁতুলের উপকারিতা... ঔষধিগুণঃ তেতুল একটি জনপ্রিয় ভেষজ ফল। পেটের বায়ু নাশক এবং হাত-পা জ্বালাপোড়া উপশমে তেতুলের শরবত উপকারী। তেতুলের কচি পাতা সিদ্ধ করে পানি সেবন করলে সর্দি-কাশি ভাল হয়।

তেতুলে টারটারিক এসিড থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে। মাথাব্যাথা, কচু, ধুতরা ও এ্যালকোহলের বিষাক্ততা তেতুলের শরবত পানে নিরাময় হয়। উচ্চ রক্তচাপ নিরাময়ে তেতুলের শরবত কাজ করে এবং প্যারালাইসিস অঙ্গের অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করে। গাছের ছালের গুড়ো দাঁত ব্যাথা, হাপানি, ও চোখ জ্বালাপোড়া উপশমে কাজ করে। খাদ্য উপাদানঃ প্রতি ১০০ গ্রাম ফলে ৮৩.৬ গ্রাম জলীয় অংশ, খনিজ পদার্থ ১.২ গ্রাম, খাদ্যশক্তি ৬২ কিলোক্যালরী, আমিষ ১.১ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, শর্করা ১৩.৯ গ্রাম, ক্যালসিয়াম ২৪ মিলিগ্রাম, ভিটামিন বি১-০.০১ মিলিগ্রাম, ভিটামিন বি২-০.২ মিলিগ্রমি এবং ভিটামিন সি ৬ মিলিগ্রাম।

তেতুল পাতা, তেতুল পাতা, তেতুল খেতে টক_ তোমার সাথে প্রেম করতে আমার বড় শখ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।