আমাদের কথা খুঁজে নিন

   

দ্রোহের কবিতাঃ ‘ভালোবাসা দে হারামজাদী নইলে হৃদয় চিবিয়ে খাবো। (যারা বেশি সিরিয়াস, তার ফান পোষ্ট হিসেবে নিয়ে শান্ত হোন)

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo বুকের ভেতর জ্বলছে আগুন, চারিদিকে বইছে ফাগুন। সে আগুনে পুড়িয়ে যাও, ভালোবাসার আস্তনা। জ্বালো রে জ্বালো, হৃদয় জ্বালো। জ্বালো জ্বালো জ্বালো রে জ্বালো হৃদয় জ্বালো।

হৃদয় জ্বালো। দিয়েছি তো রক্ত, আর দেব রক্ত। হৃদয়ের রক্তে, তুমি হবে সিক্ত। ব্যর্থ সব হাহাকার, এই মুহুর্তে হৃদয় ছাড়। হৃদয় হৃদয় হৃদয় চাই, ভালোবাসার হৃদয় চাই।

লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে হৃদয় চাই মিথ্যে আশার ভালোবাসা সত্য আশায় বদলে যা। তুমি কে আমি কে ভালোবাসার কাংগালী একশ্যন একশ্যন ডাইরেক্ট একশ্যন হৃদয়হীনার বিরুদ্ধে ডাইরেক্ট একশ্যন। র তে হৃদয়হীনা তুই হাহাকার তুই হাহাকার। ভ তে ভালোবাসা তুই হাহাকার তুই হাহাকার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।