আমাদের কথা খুঁজে নিন

   

দ্রোহের টাইটেল খুঁজছি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

কবিতা এইরকমও হতে পারে, প্রেমহীন কবিতা। পরমেশ্বরের সাথে অভিমান কিংবা নিকট দেশ বেশ্যাদের বিরুদ্ধে কিছু শব্দের মেলা, তাই লিখলাম দালালের দিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। “আমি যে দেশে জন্মেছি, সেই দেশ কোন পাপের ফল নয়; আমি জন্মেছি যে মা’র গর্ভে, তাঁর আঁচল ছায়ায় এই সবুজ শ্যামল। তোমরা কি হায়েনা নাকি হানাদারের ফসল ? তোমার রক্ত চক্ষু অকার্যকর, মরে যাওয়া এই পুণ্যভূমির ভেতর। যাদু টোনা মার্কা সস্তা আবেগী লেখায় আর ধর্মের খিস্তি খেউড় দেখে মুখ ফস্কে গালি আসে, গলা টিপে,চেপেও লাভ নেই। ব্যভিচারের দ্রোহে আমি আজ বেপরোয়া, ধরন পালটে গেছে প্রতিবাদের, ভয় পেলে?”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।