আমাদের কথা খুঁজে নিন

   

"বেঁচে থাকা" বেঁচে থাক, আত্মহত্যা নিপাত যাক!

-- নিজের বউকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না। তোমার লজ্জা করে না? -- হুমম… -- তোমার মত কাপুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়েছে। -- (স্বামী বেচারা চুপ) ছাপোষা চাকরিজীবী স্বামী। প্রায় প্রতি দিন বউয়ের এরকম মেন্টাল টর্চার সইতে না পেরে, অবশেষে আত্মহত্যা করে বেচারা স্বামী। -- আমার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে।

-- মানে কি? -- আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে পারবো না। -- হোয়াট? -- হুমম… এটাই আমার চুড়ান্ত ডিসিশন। তুমি অন্য কাউকে খুঁজে নাও। -- (হতবাক হয়ে নিশ্চুপ হয়ে পড়ে ছেলেটা) ছয় মাস- এক বছর প্রেম করার পর, ছেলেটা যখন মেয়েটাকে তার অস্তিত্বের অংশ ভাবতে শুরু করে, ঠিক থখনই পড়াশোণার " অজুহাত" দেখিয়ে প্রতারণা করে মেয়েটা। সীমাহীন হতাশা গ্রাস করে ছেলেটাকে।

অবশেষে আত্মহত্যা! মেয়েরা যেসব কারণে আত্মহত্যা করে, সেগুলো হচ্ছে, কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে পড়া, প্রেমিকের প্রবন্চনা, দাম্পত্য কলহ, অপবাদ ইত্যাদি ইত্যাদি। …তাছাড়া আমাদের দেশের ছেলে মেয়েদের আত্মহত্যার অন্য কারন গুলো হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, কারো কাছে প্রচণ্ড অপমানিত হওয়া ইত্যাদি ইত্যাদি। কেউ আত্মহত্যা করলে, আমাদের সমাজে তাকে খারাপ চোখে দেখা হয়। আসলে একজন মানুষ তখনই আত্মহত্যা করে, যখন বেঁচে থাকার শেষ অবলম্বন টুকুও সে হারায়। আমাদের মনে রাখতে হবে, জীবনটা আমার, একান্তই আমার।

আমি যার জন্য আত্মহত্যা করছি, তার কিন্তু কোন ক্ষতি- ই হচ্ছে না। আর মানুষের জীবনটা অনেক সুন্দর। সুতরাং, সাবধান! একটু লক্ষ্য করলে দেখবেন, আমাদের দেশে কোন মেয়ে প্রেমের কারনে আত্মহত্যা করলে তোলপার সৃষ্টি হয়। প্রেমিককে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। এরপর তার নামে হত্যা মামলা দেওয়া হয়।

অথচ কোন ছেলে প্রেমিকার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করলে, প্রেমিকার বিচার হয় না। মিডিয়া ব্যাপারটা সম্পূর্ণ রূপে এড়িয়ে যায়। দিস ইজ টোটালি রাবিশ কালচার। "বেঁচে থাকা" বেঁচে থাক, আত্মহত্যা নিপাত যাক! (Collected) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.