আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে আছি ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

অস্থির একটা সময় না বলা একটা কথা অচেনা একটা পথ আলতু হাসির তোড়ে ভেঁসে যাওয়া না খাওয়া বিপন্ন, বিষন্ন, প্রহরগুলো তালগোল পাকিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে হেমন্তের খয়েরী মাঠ ! হাল নাগাদ চিত্রটা বরাবরই চমকে উঠার মতো কিছুতেই এক ঘেয়েমি কাটেনা খেঁটে খুঁটে অস্থির তবুও কিছু জুটেনা, কিচ্ছু থাকেনা । মিটেনা হৃদয়ের সুপ্ত বিলাস একটা না পাওয়ার ক্লেদ, প্রতিনিয়তই কর্দমাক্ত করে চলতি পথের রেখা, এই বিঘ্নিত অস্থির পথে তবুও চলতে হয় ; জেনেছি চলার নামই জীবন, আমার জীবন আছে, আছে অস্থিরতাও ! কারণ এখনো শ্বাস নেই, বেঁচে আছি ! লিখন নভেম্বর-১২.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.