আমাদের কথা খুঁজে নিন

   

আর্মেনীয় কবরস্থান

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর। পুরোনো ঢাকার আর্মেনীয় কবরস্থানের ব্যাপারে তথ্য চাচ্ছি। কেউ গ্রহণযোগ্য সূত্রসহ সাহায্য করতে পারলে বাধিত হব। ১। কবরস্থানটি ইংরেজি কত সালে কে বা কারা নির্মাণ করেন? ২।

এখানে কতজন শায়িত আছেন? যথাসম্ভব তাদের নাম-পরিচয়, কবরে উৎকীর্ণ সমাধিলিপি (epitaph) পেলে ভালো হয়। একটু দুরূহ কাজ, তবু আংশিকও যদি সম্ভব হয়। ৩। স্থানটিতে আর্মেনীয় জাতিগোষ্ঠি ছাড়া অন্য কোনো জাতিগোষ্ঠির মানুষের সমাধি আছে কি? ৪। কবরস্থানটির বর্তমান অবস্থা কী? ৫।

কবরস্থানটি বর্তমানে কী কী সমস্যা, পরিবেশগত কী ধরণের হুমকির মুখে রয়েছে? রাষ্ট্রীয়ভাবে সংস্কারের কোনো পদক্ষেপ চলছে কি? ৫। অন্য আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য... আমার বয়স্য একজন নরওয়েজিয়ান বন্ধুকে, যিনি প্রত্নতত্ত্ব ভালোবাসেন খুব, কবরস্থানটির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি লেখা উপহার দিতে চাই। তথ্যসূত্র বস্তুনিষ্ঠ হওয়া জরুরি, কারণ কবরস্থানটির উপর চমৎকার কিছু কাজ করতে আগ্রহী তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।