আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা সিটি নির্বাচন : ১২৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ২৯৫ জনের মধ্যে ১২৪ জনেরই শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আজ সোমবার এই তথ্য প্রকাশ করেছে। সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, নয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে একমাত্র মামুনুর রশীদের। অন্যদের মধ্যে চারজন স্নাতক, একজন এইচএসসি ও দুজন এসএসসি পাস। এয়ার আহমেদ সেলিমের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত।

২১৭ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ১২ জনের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। অন্যদের মধ্যে ৩৮ জন স্নাতক, ৩৯ জন এইচএসসি ও ২৮ জন এসএসসি পাস। ৯৯ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। একজন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি। সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে পাঁচজনের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদের মধ্যে ১৫ জন স্নাতক, ১৬ জন এইচএসসি ও নয়জন এসএসসি পাস। ২৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে সাতজনই ব্যবসায়ী। দুজন পেশা উল্লেখ করেননি। কাউন্সিলরদের মধ্যে ১৭০ জন ব্যবসায়ী।

বাকিদের মধ্যে নয়জন কৃষি, ২৩ জন চাকরি, চারজন আইন এবং বাকিরা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ৪৬ জনই গৃহিণী। মামলার পরিসংখ্যানে দেখা গেছে, মেয়র পদপ্রার্থী মামুনুর রশীদ, সালমান সাঈদ ও শিরিন আক্তারের বিরুদ্ধে অতীতে কোনো মামলা ছিল না, এখনো নেই। বাকিদের বিরুদ্ধে অতীতে মামলা ছিল এবং এখনো আছে। প্রার্থীদের দেওয়া হিসাব অনুযায়ী ২৯৫ জন প্রার্থীর মধ্যে ২৩৯ জনেরই সম্পদের পরিমাণ পাঁচ লাখ টাকার নিচে।

এক থেকে ১০ কোটি টাকার সম্পদ রয়েছে তিনজন প্রার্থীর। তাঁরা হলেন মেয়র পদপ্রার্থী মনিরুল হক, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মালেক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী সাহারীয়া আক্তার। প্রতিবেদনে জানানো হয়, মেয়র পদপ্রার্থীদের মধ্যে সাতজন গত অর্থবছরে আয়কর হিসাব জমা দিয়েছেন। এর মধ্যে এয়ার আহমেদ সাত লাখ ৫৩ হাজার, নূর উর রহমান পাঁচ লাখ ৭৭ হাজার, আফজল খান এক লাখ ৪২ হাজার, আনিসুর রহমান ১৪ হাজার, মনিরুল হক ১০ হাজার এবং মামুনুর রশীদ পাঁচ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন। চঞ্চল কুমার ঘোষের আয়কর যোগ্য নয়।

সালমান সাঈদ ও শিরিন আক্তারের আয়কর হিসাব পাওয়া যায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.