আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা , ঈদ শপিং এবং যানজট

ইচ্ছে ঘুড়ি......নাটাই ছাড়া উঁড়ে চলছে...

ঢাকা চট্টগ্রামের মাঝখানে ছাগলের তিন নম্বর বাচ্চার মত দাড়িয়ে আছে কুমিল্লা শহরটি। অত্যন্ত অবিহেলিত এবং বঞ্চিত একটি শহর কুমিল্লা। অল্প কিছুদিন আগের এক পরিসংখ্যানে জানা যায় কুমিল্লায় মোট সড়ক আছে ১৪৭ কি.মি. এর কাছাকাছি। যার মধ্যে ১২০ কি.মি. রাস্তা ভাঙ্গাঁ। যার কোন সংস্কারের কোন নাম গন্ধও নাই।

আমার ব্যক্তিগত ধারণা , এখন যদি কেউ কুমিল্লায় বেড়াতে আসে তবে সে তওবা করবে সে আর কখনও কুমিল্লা আসবে না। এটা ঘটবে শুধুমাত্র কুমিল্লার রাস্তাঘাটের জন্য। এত ভাঙ্গাঁ এবং অপরিস্কার রাস্তা আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আর কুমিল্লার নালা এবং শোয়ারেজ লাইনের অবস্থা তো জঘন্য। আমি ব্যক্তিগত ভাবে কুমিল্লাকে অনেক ভালবাসি কিন্তু তারপরও অনেক কষ্ট ও হতাশা নিয়ে এই চড়ম সত্য কথাগুলি লিখছি।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যদি কুমিল্লায় আসেন আমার বিশ্বাস উনি লজ্জা পাবেন। প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম,কোন মন্ত্রীও যদি আসেন উনি যে নিজের চেহারার কি করবেন তা ভাবতেই আমার লজ্জা লাগছে। আমাদের এম.পি সাহেব কিভাবে যে নি:লিপ্ত ভাবে বসে আছেন তাই আমার বোধ গম্য নয়। আর আসলেই কি উনি শুধু বসে আছেন এটা ভাবতে আমি মন থেকে সায় পাচ্ছি না। উনি নিশ্চয়ই চেষ্টা চালাচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না।

আবার চেষ্টা করলে অসম্ভব কিছু আছে তা আমার মনে হয় না। আমার আশা , প্রয়াস , আকাংখা থাকবে কুমিল্লার সম্পুর্ন না হোক কিছুটা অন্তত উন্নতি হবে। এটা আশা করা বলা উচিত হবে না এটা আমাদের অধিকার , আমাদের প্রাপ্য। কুমিল্লার রাস্তায় জ্যাম এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর কুমিল্রার মানুষ সৌখিন এটা প্রমাণিত একটি সত্য কথা।

তাই রমজান মাস শুরু থেকে মার্কেটে মানুষের বিচরন অনেক বেশী। ভাব এমন যেন পুরো মার্কেট কিনে ফেলবে। কিন্তু আসলে কিছুই কিনবে না just দেখতে আসছে। যাকে আজকাল মানুষ বলে যাচাই করতে আসছে। মার্কেটগুলি মানুষের চারণ ভূমিতে পরিণত হয়েছে।

আর কুমিল্লা হয়েছে বিশাল যানজটের শহর। এখন কমিল্লায় ৫মিনিটের পথ রিস্কায় যেতে ৪৫মিনিট সময় লাগে। আর ৫ টাকার ভাড়া গিয়ে দাড়িয়েছে ২০ টাকায়। তারপর ও মানুষ ঘরে বসে নেই। ছুটছে তো ছুটছে।

আর কথা বললেই হায় হুতাশ করবে ,টাকা নাই, টাকা নাই। থাক সে কথা। যা বলছিলাম , যানজটের কথা। যানজট সবগুলি লাগে একটু ভূল থেকে। ট্রাফিক আছে কিন্তু বেচারাও তো মানুষ।

সেই বা কয় দিকে দেখবে। যার যে দিক দিয়ে ইচ্ছা সে সেই দিক দিয়ে চলছে। কিছু থেকে কিছু হলে হাত তোলতে একটুও দেরী করে না কুমিল্লাবাসী। দোষ কার সে দিকে কারোও খেয়াল নাই যে মার খাচ্ছে তাকে আরোও মারো। আর সবাই সে মজার দৃশ্য সবাই গভীর আগ্রহ নিয়ে উপভোগ করছে।

যেন বাংলা সিনেমা চলছে। আর কুমিল্লায় এতো রিস্কা। অল্প টাকায় চলার কোন বাহনই কুমিল্লায় নাই। সবাই কে তাই রিস্কার উপর নির্ভর করতে হয়। আর রাস্তার কথা তো আগেই বলেছি।

রাস্তায় রিস্কা চলছে তো কিছুক্ষণ পর দেখা গেল রিস্কার চাকা বাকাঁহয়ে মাটিতে। আর পিছনের রিস্কা এমন ভাবে ধাক্কা দিবে যেন ওর সাথে এই রিস্কার বংশ গত শত্রুতা। যাত্রীকে সর্বদা সচেতন থাকতে হয়,এই বুঝি ছিটকে পড়লো। তাই কাউকে রিস্কায় জড়োসড়ো হয়ে বসে থাকলে এবং অনেক সতর্কভাবে রিস্কা ধরে বসে থাকলে বুঝবেন ওনি কুমিল্লার পাবলিক। কুমিল্লার জ্যাম অনেক বিচ্ছিরি এবং জঘন্য।

প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলাটা বোকামী হবে। কারন শত চেষ্টা করেও এটা সম্ভব না। তাই উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহ ঈদটাকে জলদি শেষ কর , রাস্তাটাকে একটু ফাকাঁ কর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.